Dakshin Dinajpur News: পেশা ও নেশা দুই-এর টানেই ছিপ হাতে আত্রেয়ীর পাড়ে ভিড় বাড়ছে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
মাছ ধরার তাগিদে আত্রেয়ী ড্যামের দুই পাড়ে ভিড় করছে বালুরঘাট শহরের বহু মানুষ
দক্ষিণ দিনাজপুর: শহরে নবনির্মিত আত্রেয়ী ড্যামে মাছ ধরতে ভিড় করছে মৎস্যজীবীরা। নৌকো নিয়ে শুধু মৎস্যজীবীরা নয়, সাধারণ বাসিন্দারাও রবিবার ছুটির দিনে মাছ ধরতে ভিড় করছেন। এক ঘণ্টা বসে থাকলেই ছোট ছোট মাছে ভরে উঠছে জাল। বিশেষ করে আত্রেয়ী নদীর ঐতিহ্যবাহী রাইখোর মাছই বেশি উঠছে ছিপে। রাইখোরের পাশাপাশি চ্যালা, ট্যাংরা, পিয়ালি, পুঁটি, বাটা সহ নানা প্রজাতির ছোট মাছ পাওয়া যাচ্ছে।
প্রসঙ্গত, বালুরঘাটে প্রাচীন কাল থেকেই আত্রেয়ী নদীর রাইখোর মাছ বিখ্যাত। আকারে ছোট রুপোলি রঙের মিষ্টি সুস্বাদু এই মাছের কদর শুধু এই জেলা নয়, বাইরেও আছছ। সেই রাইখোর মাছ প্রায় বিলুপ্তির পথেই চলে গিয়েছিল। এবারের বর্ষাতে ফিরে এসেছে রাইখোর। রাইখোরের সঙ্গে আত্রেয়ীর বহু পুরনো চ্যালা মাছেরও দেখা মিলছে। এছাড়াও পুঁটি, পিয়ালি, ট্যাংরা, বোয়াল এবং পাবদা সহ অন্যান্য মাছও পাওয়া যাচ্ছে বলে মৎসজীবীরা জানিয়েছে।
advertisement
advertisement
এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা মৎস দফতরের সহকারী ডিরেক্টর অভিজিৎ সরকার বলেন, এবছর বর্ষায় পুকুর সহ নানা জায়গা থেকে আত্রেয়ীতে মাছ এসেছে। রাইখোর সহ সব ধরনের মাছ এখন নদীতে পাওয়া যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা গিয়েছে, আত্রেয়ী ড্যাম দিয়ে জলের স্রোত বইছে। তাই রকমারি ধরণের প্রচুর মাছ খেলছে। যার ফলে এই এলাকাতেই বেশি মাছ পাওয়া যাচ্ছে। এরকম মাছ যদি সারা বছর নদীতে থাকত, তাহলে মৎস্যজীবীদের জীবন স্বাচ্ছন্দ্যে কেটে যেত।
advertisement
মৎস্য দফতরের দাবি, এবছর বর্ষার কারণে আত্রেয়ীতে রেকর্ড পরিমাণ মাছ এসেছে। তাই পেশা কিংবা শখ দুইয়ের কারণেই মাছ ধরতে ভিড় বাড়ছে শহরের বুকে আত্রেয়ীর দুই পাড়ে।
সুস্মিতা গোস্বামী
Location :
Kolkata,West Bengal
First Published :
October 12, 2023 5:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: পেশা ও নেশা দুই-এর টানেই ছিপ হাতে আত্রেয়ীর পাড়ে ভিড় বাড়ছে