Dakshin Dinajpur News: উদ্যানপালন সপ্তাহে ফল গাছের চারা উপহার কৃষকদের, বিকল্প আয় বাড়ানোর উদ্যোগ

Last Updated:

উদ্যানপালন সপ্তাহে ফল গাছের চারা উপহার কৃষকদের

+
title=

দক্ষিণ দিনাজপুর: পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দফতরের পক্ষ থেকে উদ্যান পালন সপ্তাহ পালন করা হচ্ছে। তারই অঙ্গ হিসাবে জেলা পরিষদের পক্ষ থেকে নারকেল, আম, কাঁঠাল, সবেদা সহ একাধিক ফলের চারা বিতরণ করা হয়। চারা গাছ বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি অম্বরিশ সরকার, জেলা পরিষদের সদস্য মৃণাল সরকার সহ অন্যান্যরা।
উদ্যান পালন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, অগস্টের ২২ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত উদ্যান পালন সপ্তাহ পালন করা হচ্ছে। সেই লক্ষ্যে এই দিন জেলা পরিষদের পক্ষ থেকে ৩০০০ নারকেল গাছ, ১৫০০ সবেদা ও আম গাছ এছাড়া ৭০০ কাঁঠালের গাছের চারা বিতরণ করা হয়।
advertisement
advertisement
জেলা পরিষদের সদস্যদের মাধ্যমে এলাকাবাসীদের হাতে এই ফলের গাছের চারা গুলো তুলে দেওয়া হচ্ছে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে জেলা স্তরে ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পঞ্চায়েত স্তরের সাধারণ মানুষদের মধ্যে এই গাছ বিতরণ করা হয়।
উদ্যান পালন দফতর সূত্রের খবর, চিরাচরিত ধান, গম, পাট, সরিষা প্রভৃতি চাষাবাদে কৃষকদের লাভের পরিমাণ কমছে। সেখানে দাঁড়িয়ে বিকল্প লাভজনক চাষের মাধ্যমে কৃষকদের আয় বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। আর সেই কারণেই ফল চাষের উপর অধিক গুরুত্ব দিচ্ছে সরকার। আর তাই উদ্যানপালন সপ্তাহ উপলক্ষে আরও বেশি করে ফল গাছের চারা কৃষকদের মধ্যে বিতরণ করা হচ্ছে।
advertisement
পাশাপাশি কীভাবে ফল গাছের চারাকে বড় করতে হবে, কীভাবে এর থেকে ভাল ফলন পাওয়া যাবে সে বিষয়ে সরকারিভাবে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এদিকে ফল গাছের চারা পেয়ে খুশি এলাকার কৃষকরা।
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: উদ্যানপালন সপ্তাহে ফল গাছের চারা উপহার কৃষকদের, বিকল্প আয় বাড়ানোর উদ্যোগ
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement