Coochbehar News: পুজো আসছে, ওঁদের ব্যস্ততাই সে কথা বলে দিচ্ছে! কাঁধে বাংলাকে আলোকিত করার ভার

Last Updated:

দুর্গাপুজো এগিয়ে আসতেই ব্যস্ততা তুঙ্গে পৌঁছেছে আলোক শিল্পীদের। তাঁদের হাতের কাজেই আলোকিত হবে পুজো মণ্ডপ

+
title=

কোচবিহার: অনেক জায়গাতেই মাঠে বাঁশ পড়ে গিয়েছে, কোথাও কোথাও আবার প্রাথমিক কাঠামো তৈরি শেষ। আবার কেউ হয়তো দু-একদিনের মধ্যেই কাজ শুরু করবেন। ঠিক ধরেছেন, জোরকদমে চলছে দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ। এখন এমনিতেই চারিদিকে থিমের ঘনঘটা। ফলে মণ্ডপ সজ্জায় আগের থেকে অনেক বেশি সময় লাগে। বাঙালির সবচেয়ে বড় উৎসব শুরু হতে আর দু’মাসেরও কম সময় বাকি। দেখতে দেখতে দিন কেটে যাবে। এই মাসটা শেষ হয়ে সেপ্টেম্বর শুরু হলেই পুজোর বাজার লেগে যাবে সর্বত্র। ফলে শুধু মণ্ডপ শিল্পী বা ডেকরেটর্সের লোকজনই নয়, এখন ব্যস্ততা তুঙ্গে আলোক শিল্পীদের। আর তাঁদের এই ব্যস্ততাই আরও পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব একেবারে দোরগোড়ায় চলে এসেছে, কড়া নাড়ল বলে।
দুর্গাপুজো একেবারে সামনে চলে আসায় প্রতিমা শিল্পীদের মতই ব্যস্ততা তুঙ্গে আলোক শিল্পীদের। বর্তমানে কোন পুজো কমিটির আলোকসজ্জা কত ভাল হল তা নিয়ে প্রতিযোগিতা হয় গোটা বাংলাজুড়ে। পুজো কমিটিগুলোর মধ্যে এই নিয়ে চলে রেষারেষি। সেই তালিকা থেকে বাদ নেই কোচবিহার জেলাও। তার ফলে প্রতিবছর নতুন নতুন আলোকসজ্জা এনে দর্শকদের চমকে দেওয়ার গুরু দায়িত্ব থাকে আলোক শিল্পীদের উপর। নিত্য নতুন ডিজাইনের আলোর রোশনাই বানাতে হচ্ছে তাঁদের। দিনরাত এক করে নাওয়া-খাওয়া ভুলে কাজ করে চলেছেন শিল্পীরা। কোচবিহারের এই আলোক শিল্পীদের তৈরি বাহারি নকশার আলো উত্তরবঙ্গের বিভিন্ন ছোট-বড় দুর্গাপুজো মণ্ডপকে আলোকিত করে তোলে, মুগ্ধ করে মানুষকে।
advertisement
advertisement
তাঁদের কাজও ব্যস্ততা প্রসঙ্গে কোচবিহারের আলোক শিল্পী সমর বর্মন বলেন, এই বছর অনেক জায়গা থেকে অর্ডার এসেছে। তাঁদের নিজের হতে তৈরি করা ডিজাইনের লাইট বোর্ড যাবে বহু জায়গায়। ফলে এই মুহূর্তে ব্যস্ততা তুঙ্গে। সারাদিন কাজ করেও অর্ডার সামলানো যাচ্ছে না। তবে তাঁদের অর্ডার বাড়ায় খুশি সমরবাবু। এবছর কিছুটা হলেও অর্থের মুখ দেখতে পাবেন বলে জানালেন।
advertisement
আলোর বোর্ডের ব্যবসায়ী দুলাল শিকদার আবার জানান, আলোক শিল্পীদের তৈরি নিত্য নতুন ডিজাইনের আলোর চাহিদা তৈরি হয়েছে কোচবিহারে। এই বছর কোচবিহারেও পুজো দারুন জাঁকজমকের সঙ্গে হচ্ছে। তাই আলোর রোশনাই দরকার পড়বে প্রচুর পরিমাণে। ইতিমধ্যে অর্ডার আসা শুরু হয়ে গিয়েছে। বাইরে থেকেও প্রচুর অর্ডার আসতে শুরু করেছে। তাঁরা সব জগতেই অর্ডার পৌঁছনোর চেষ্টা করছেন। তাঁদের আলোক শিল্পীরা দিন রাত এক করে কাজ করে যাচ্ছেন গত একমাসের‌ও বেশি সময় ধরে। এই বছর সব জায়গাতেই পুজো ভালো হচ্ছে। তাই এই বছর অর্ডারের সংখ্যা বেশ অনেকটাই বৃদ্ধি পাওয়ার কারণে কিছুটা হলেও আশার আলো দেখতে পারছেন তাঁরা। অন্যান্য বছরের তুলনায় এই বছর মুনাফার পরিমাণ অনেকটাই বেশি হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানান।
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: পুজো আসছে, ওঁদের ব্যস্ততাই সে কথা বলে দিচ্ছে! কাঁধে বাংলাকে আলোকিত করার ভার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement