South Dinajpur News: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে কেঁপে উঠল বাড়ি! তারপরের ঘটনা ভয়াবহ
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল গোটা বাড়ি। রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে জখম তিন। ভয়ঙ্কর কাণ্ড মালঞ্চা এলাকায়।
দক্ষিণ দিনাজপুর: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে গুরুতর জখম বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মালঞ্চা এলাকায়। বিষয়টি জানাজানি হতেই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয় বাসিন্দারা জখম ওই তিনজনকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে এই দিন রাতে বাড়িতে রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় বিপত্তি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত ৬ নং ডাঙা অঞ্চলের আওতায় মালঞ্চা এলাকায়। বিপ্লব বর্মন (৪৬) নামে এক ব্যক্তির বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে তিনি নিজে ও তাঁর ছেলে ধনঞ্জয় বর্মন (২৭) ও ছেলের বউ শর্মিলা বর্মন (২৫) সহ মোট তিনজন গুরুতর আহত হন। আহতরা বর্তমানে বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে মালঞ্চএলাকার বাসিন্দা বিপ্লব বর্মনের বাড়িতে রাতের রান্নাবান্নার কাজ চলছিল। সেই সময় হঠাৎই গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের ঘটনা ঘটে। গ্যাস জ্বালানোর জন্য আগুন ধরাতেই বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে। এই ঘটনায় বাড়ির তিন জন আহত হয়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সুস্মিতা গোস্বামী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 23, 2024 3:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
South Dinajpur News: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে কেঁপে উঠল বাড়ি! তারপরের ঘটনা ভয়াবহ