Panchayet election : যেতে হয় না হেঁটে, ভোট দানে উৎসাহ প্রবীণ নাগরিকদের মধ্যে

Last Updated:

পঞ্চায়েত ভোটের দামামা ইতিমধ্যে বেজে গিয়েছে রাজ্যজুড়ে। আর এই পঞ্চায়েত ভোটে নতুন ভোটারদের পাশাপাশি প্রবীণ ভোটারদের মধ্যেও পঞ্চায়েত ভোট নিয়ে উদ্দীপনা খুব একটা কম নয়।

+
title=

দক্ষিণ দিনাজপুর :পঞ্চায়েত ভোটের দামামা ইতিমধ্যে বেজে গিয়েছে রাজ্যজুড়ে। আর এই পঞ্চায়েত ভোটে নতুন ভোটারদের পাশাপাশি প্রবীণ ভোটারদের মধ্যেও পঞ্চায়েত ভোট নিয়ে উদ্দীপনা খুব একটা কম নয়। পঞ্চায়েত ভোট নিয়ে প্রবীণ নাগরিকদের মধ্যে কি রকম উৎসাহ উদ্দীপনা রয়েছে তা জানতে সংবাদ মাধ্যম পৌঁছে গিয়েছিল বালুরঘাট ব্লকের ভাটপাড়া চকভৃগু সহ বিভিন্ন এলাকায়। এই সমস্ত প্রবীণ নাগরিকরা সেই সময় ও এখনকার ভোটের নানা ধরণের অভিজ্ঞতার কথা জানালে।
প্রবীণ নাগরিকদের কথায় একটা সময় ভোট দিতে সকালে গিয়ে ফিরতাম বিকেলে। সকাল থেকে লম্বা লাইন পড়ত৷ আমাদের এই এলাকা আগে থেকেই শান্তিপূর্ণ৷ অন্য জায়গায় ঝুট ঝামেলার খবর মিললেও, আমাদের এখানকার যেকোনো বুথে তেমন কোনো বিশৃঙ্খলার খবর শোনা যেত না।আগেও শোনা যায়নি। এখনও শোনা যায় না। এবারে কি হবে তা অবশ্য আগে থেকে বলা মুশকিল। এবারেও শান্তিপূর্ণ ভাবেই ভোট হবে। এটাই আশা রাখছি।
advertisement
advertisement
আগে ভোটের লাইনে দাঁড়াতে হলেও এখন অবশ্য আর লাইনে দাঁড়াতে হয় না। কারণ এখন প্রবীণ নাগরিকের তকমা গায়ে লেগেছে৷ ভোট দিতে আর পায়ে হেঁটেও যেতেও হয় না। পাড়ার ছেলেরা বয়স্কদের এক সঙ্গে টোটো করে ভোট দিতে নিয়ে যায়। এমনকি বুথে গিয়ে সঙ্গে সঙ্গে তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। এমনকি বয়স্ক মানুষদের জন্য পোস্টাল ব্যালেটেরও ব্যবস্থা করা হয়েছে।
advertisement
একাধিক এলাকায় গিয়ে প্রবীণ নাগরিকরা জানালেন দীর্ঘদিন ধরে বৃদ্ধভাতা পাচ্ছি। আগে ৫০০ করে পেতাম। এখন ১ হাজার টাকা করে পাই। প্রবীণ নাগরিকদের একটাই দাবি যে সমস্ত এলাকায় এখনো পর্যন্ত রাস্তা কিংবা জলের বন্দোবস্ত হয়নি সেগুলো ব্যবস্থা করতে হবে।
এবারে ভোটে একটাই দাবি বা আবেদন করেছি প্রার্থীদের কাছে। আমার বাড়ির সামনের মাটির রাস্তাটি ঢালাই করে দেয় যেন। সব দিকে ঢালাই রাস্তা থাকলেও আমার বাড়ির সামনে প্রায় ৫০ মিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে মাটির। বর্ষার মধ্যে চলাচল করতে গিয়ে বেশ কয়েক বার পরে আহত হয়েছি। এই রাস্তাটির ব্যবস্থা করে দিলে খুন উপকৃত হব।
advertisement
এখনো কিছু কিছু এলাকায় পানীয় জলের ব্যবস্থা সঠিকভাবে হয়নি বললেও চলে। সমস্ত এলাকায় পানীয় জলের ব্যবস্থা করে দিলে গ্রামের সকলেই উপকৃত হবে। যারা ভোট চাইতে আসবে তাদের কাছে এই সমস্যা গুলির সমাধান করার দাবি জানাব। ভোট নিয়ে চারিদিকে যে অশান্তি হচ্ছে আমার এলাকায় যেন এই সব না হয় তার জন্য প্রত্যেক প্রার্থীর কাছে আবেদন করব।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Panchayet election : যেতে হয় না হেঁটে, ভোট দানে উৎসাহ প্রবীণ নাগরিকদের মধ্যে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement