Dakshin Dinajpur News: বিরাট সুখবর! এবার থেকে বালুরঘাট হাসপাতালে ক্যান্সারের পূর্ণাঙ্গ চিকিৎসা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
জেলা হাসপাতালে ক্যান্সারের পূর্ণাঙ্গ চিকিৎসার পরিকাঠামো গড়ে ওঠায় সবচেয়ে সুবিধায় হল এই মারণ ব্যাধিতে আক্রান্ত দরিদ্র মানুষদের।
দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট জেলা হাসপাতালের মাথায় যোগ হল নতুন পালক। এবার থেকে জেলার ক্যান্সার আক্রান্তদের চিকিৎসার জন্য অন্যত্র ছোটাছুটি করতে হবে না। কারণ বালুরঘাট হাসপাতালেই শুরু হয়েছে অঙ্কোলজি বিভাগ।
আগে বালুরঘাট জেলা হাসপাতালে মঙ্গলবার ও বৃহস্পতিবার অঙ্কোলজির আউটডোর পরিষেবা চালু ছিল। কিন্তু পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসার পরিকাঠামো ছিল না এখানে। ফলে দক্ষিণ দিনাজপুর জেলার বহু ক্যান্সার আক্রান্তকে চূড়ান্ত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী অন্যান্য জেলা বা কলকাতায় ছুটতে হতো। তবে সেই দুর্ভোগ আর পোহাতে হবে না। কারণ বালুরঘাট হাসপাতালে এবার সম্পূর্ণ ক্যান্সার বিভাগ চালু হল।
advertisement
advertisement
জেলা হাসপাতালে ক্যান্সারের পূর্ণাঙ্গ চিকিৎসার পরিকাঠামো গড়ে ওঠায় সবচেয়ে সুবিধায় হল এই মারণ ব্যাধিতে আক্রান্ত দরিদ্র মানুষদের। কারণ তাঁদের পক্ষে দূরে গিয়ে রোগের চিকিৎসা করা সম্ভব হতো না। ফলে অনেকেই প্রায় বিনা চিকিৎসায় মারা যেতেন। স্বাস্থ্যকর্তাদের আশা, সেই ছবিটা এবার আমূল বদলে যাবে। জেলার প্রত্যেক ক্যান্সার আক্রান্ত বালুরঘাট হাসপাতালে এসে সম্পূর্ণ চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে উঠবেন।
advertisement
সূত্রের খবর, বালুরঘাট হাসপাতালের অঙ্কোলজি বিভাগের দায়িত্বে যে চিকিৎসকরা থাকছেন তাঁদের অনেককেই এই বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়ানো হয়েছে। এখন থেকে প্রতি সপ্তাহে দু’দিন মেডিকেল বোর্ড বসিয়ে ক্যান্সার আক্রান্তদের জন্য বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হবে। এখন থেকে প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শুক্রবার বিভিন্ন বিভাগের চিকিৎসকদের নিয়ে এই বোর্ড বসবে।
সুস্মিতা গোস্বামী
Location :
Kolkata,West Bengal
First Published :
June 01, 2023 4:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: বিরাট সুখবর! এবার থেকে বালুরঘাট হাসপাতালে ক্যান্সারের পূর্ণাঙ্গ চিকিৎসা