Dakshin Dinajpur News: মালদহের আম বালুরঘাটে পৌঁছতেই হুড়োহুড়ি
- Reported by:SUSMITA GOSWAMI
- news18 bangla
- Published by:Ananya Chakraborty
Last Updated:
বালুরঘাট হাইস্কুল মাঠে প্রতি বছর এই সময় আমের বাজার বসে। এই বছর সেই বাজার একটু বেশিই যেন জমজমাট।
দক্ষিণ দিনাজপুর: মালদার আমের জগৎজোড়া নাম। সেই মালদহের আম বালুরঘাটের বাজারে আসতেই জমে উঠল কেনাকাটা। খুশি ক্রেতা-বিক্রেতা সকলেই।
মালদহের আমের অপূর্ব স্বাদ ও গন্ধ মন মাতায়নি এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। গোপালভোগ, ল্যাংড়া, ফজলি, লক্ষণভোগ, আম্রপালি বিভিন্ন প্রজাতির আম দোকানে সাজিয়ে বসেছেন বালুরঘাটের ফল বিক্রেতারা। এই বছর আমের ফলন ভালো হওয়ায় দাম মোটামুটি সাধারণের নাগালের মধ্যেই আছে। ফলে সাধারণ মানুষ এবার ইচ্ছেমতো আম খাচ্ছে। সেখানে মালদহের আম বাজারে পাওয়া যেতেই উৎসাহ বেড়েছে ক্রেতা-বিক্রেতা সকলের মধ্যে।
advertisement
advertisement
বালুরঘাট হাইস্কুল মাঠে প্রতি বছর এই সময় আমের বাজার বসে। এই বছর সেই বাজার একটু বেশিই যেন জমজমাট। মূলত জামাইষষ্ঠীর কয়েক দিন আগে থেকে বালুরঘাট হাইস্কুলের মাঠে এই আমের বাজার শুরু হয়। গত ১০ বছর ধরে এমনটাই চলে আসছে। মালদহের ল্যাংড়া আম বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০-২৫ টাকা দরে। লক্ষণভোগ আমের দাম কেজি প্রতি ১৫-২০ টাকা, হিমসাগর ২০-২৫ টাকা, গোপালভোগ ২০ টাকা ও গোলাপখাস ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমের দাম এতোটা কমে যাওয়ায় চুটিয়ে খাচ্ছে সকলে।
advertisement
সুস্মিতা গোস্বামী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 05, 2023 9:31 PM IST







