Dakshin Dinajpur News: এবার রবিবারেও খোলা থাকবে সরকারি হাসপাতালের প্যাথলজি বিভাগ, হবে এই গুরুত্বপূর্ণ পরীক্ষা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
রোগীদের কথা ভেবে দুর্দান্ত সিদ্ধান্ত, বালুরঘাট জেলা হাসপাতালে এবার রবিবার করেও হবে ইউএসজি পরীক্ষা
দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট জেলা হাসপাতালে রোগী হয়রানি ঠেকাতে এবার থেকে রবিবারেও হবে ইউএসজি পরীক্ষা। জেলা স্বাস্থ্য দফতর ও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে নতুন নির্দেশিকা জারি করে এই বিষয়টি জানানো হয়েছে। যার ফলে রবিবার খোলা হল বালুরঘাট জেলা হাসপাতালের ইউএসজি বিভাগ। পাশাপাশি হাসপাতালের প্যাথলজি বিভাগের ল্যাবও ২৪ ঘণ্টা খোলা রাখার বন্দোবস্ত করা হচ্ছে। যার ফলে আর হয়রানির মুখে পড়তে হবে না রোগীদের।
হাসপাতালের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রোগীর পরিজনরা। প্রসঙ্গত বালুরঘাট জেলা হাসপাতালের ইউএসজি বিভাগ এতদিন খোলা থাকত সপ্তাহে ৬ দিন। কিন্তু হাসপাতালে ভর্তি থাকা রোগীদের কোনরকম ইউএসজি করার প্রয়োজন হলে রবিবার তা করা সম্ভব হতো না। এর ফলের সমস্যা তৈরি হচ্ছিল। বাধ্য হয়ে জরুরি ভিত্তিতে রোগীর পরিজনদের বাইরের ল্যাব থেকে ইউএসজি করতে হত। সেই সমস্যা দূর করতেই এবার থেকে রবিবার করে ইউএসজি ল্যাব খুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
advertisement
এই নতুন নির্দেশিকায় গরিব রোগীদের উপকার হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি জেলা হাসপাতালের প্যাথলজি বিভাগের ল্যাবও ২৪ ঘণ্টাই চালু রাখার সিদ্ধান্ত হয়েছে। আগে রাতে ল্যাব বন্ধ রাখা হত। কিন্তু এখন যে কোনও পরীক্ষারজরুরি ভিত্তিতে জেলা হাসপাতালের ল্যাবে রাতেও পরীক্ষা করা হবে। এবিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস বলেন, বালুরঘাট জেলা হাসপাতালে রবিবারে ইউএসজি পরীক্ষা হত না। এখন থেকে রবিবারেও এই পরীক্ষা হবে। তা চালু হয়ে গিয়েছে। অন্য কোনও হাসপাতালে রবিবার এই পরিষেবা পাওয়া যায় কিনা তা জানা নেই।
advertisement
সুস্মিতা গোস্বামী
Location :
Kolkata,West Bengal
First Published :
September 25, 2023 5:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: এবার রবিবারেও খোলা থাকবে সরকারি হাসপাতালের প্যাথলজি বিভাগ, হবে এই গুরুত্বপূর্ণ পরীক্ষা