Dakshin Dinajpur News: একটা বাঁধ বদলে দিয়েছে গোটা এলাকার চেহারা! আত্রেয়ীর পাড়ে এখন শুধুই খুশির মৃদুমন্দ বাতাস
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
বালুরঘাট শহরের পাশ দিয়ে বয়ে চলা আত্রেয়ী নদীর উপরে কংক্রিটের বাঁধ তৈরি করা হয়েছে। এই বাঁধ বদলে দিয়েছে গোটা এলাকার ছবিটা
দক্ষিণ দিনাজপুর: খরা কিংবা বর্ষা, সারা বছর নদীতে পর্যাপ্ত পরিমাণে জল থাকছে। আর তাতেই হাসি ফুটেছে কৃষক থেকে শুরু করে মৎস্যজীবী সকলের মুখে। আত্রেয়ী নদীতে বছরভর জল থাকার ফলে একদিকে যেমন কৃষি কাজের ক্ষেত্রে লাভবান হচ্ছেন কৃষকরা, তেমনই সারা বছর মাছ ধরার সুযোগ পেয়ে সংসারের হাল ফিরেছে মৎস্যজীবীদের।
বালুরঘাট শহরের পাশ দিয়ে বয়ে চলা আত্রেয়ী নদীর উপরে কংক্রিটের বাঁধ তৈরি করা হয়েছে। এই বাঁধ তৈরি হওয়ার ফলে বালুরঘাট শহর থেকে কুমারগঞ্জ ব্লকের সমঞ্জিয়া পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার এলাকাজুড়ে সারা বছর জল ধরে রাখা সম্ভব হচ্ছে। এতে এলাকার কৃষকরা অতি সহজে নদীগর্ভে পাম্প সেট লাগিয়ে চাষের জল নিতে পারছেন। অপরদিকে, নদীতে সারা বছর জল থাকার ফলে মৎস্যজীবীরা মাছ শিকার করে নিজেদের সংসার প্রতিপালন করতে পারছেন খুব সহজে। কিন্তু বছরখানেক আগেও এই ছবিটা ছিল অন্যরকম। গ্রীষ্মকালে তখন আত্রেয়ী নদীতে জল থাকতো না। ফলে মৎস্যজীবীরা পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছিলেন। কিন্তু বাঁধ তৈরি হওয়ার পর গোটা এলাকার পরিস্থিতিটাই বদলে গিয়েছে।
advertisement
advertisement
এই বাঁধ তৈরি হওয়ার ফলে বালুরঘাট সহ সংলগ্ন এলাকার মৎস্যজীবীরা আবার নিজেদের পেশায় ফিরে এসেছেন। পাশাপাশি নদীর পার্শ্ববর্তী এলাকায় যে সকল কৃষকরা চাষবাস করতেন এক সময় তারা কৃষিকাজ বন্ধ করে দিতে বাধ্য হচ্ছিলেন। কিন্তু বাঁধ তৈরির ফলে সারা বছর সেচের জল পেয়ে আবার শস্যে ভরে উঠেছে এলাকার চাষের ক্ষেতগুলো।
advertisement
একটা সময় আত্রেয়ী নদীতে রায়খর, ভাষা, চিংড়ি সহ নদীর বহু মাছ পাওয়া যেত। কিন্তু মাঝে সেসব কমে গিয়েছিল। তবে আবার হারিয়ে যাওয়া মাছ ফিরছে এই নদীতে তাতে মুখে হাসি ফুটৈছে মৎস্যজীবীদের। গোটা এলাকার এই পরিবর্তনের ছাপ স্থানীয় অর্থনীতিতেও পড়েছে।
সুস্মিতা গোস্বামী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 02, 2023 7:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: একটা বাঁধ বদলে দিয়েছে গোটা এলাকার চেহারা! আত্রেয়ীর পাড়ে এখন শুধুই খুশির মৃদুমন্দ বাতাস