Uttar Dinajpur News: ব্যবসার টাকা নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু, কিন্তু অক্ষত দুটো বাইকই! সেইসঙ্গে ভ্যানিশ আড়াই লক্ষ টাকা, গভীর রহস্য রায়গঞ্জে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:PIYA GUPTA
Last Updated:
রায়গঞ্জ থানার রামপুর পঞ্চায়েতের লহন্ডা স্মৃতি মন্দিরের কাছে রাজ্য সড়কের উপর এই দুর্ঘটনাটি ঘটে। মৃত কল্যাণ রায় একটি আইসক্রিম কোম্পানির সেলস ম্যানেজার পদে কর্মরত ছিলেন।
উত্তর দিনাজপুর: ব্যবসার টাকা আনতে গিয়েছিলেন। তা পেয়েও যান। ফলে মনটা খুশি ছিল কল্যাণ রায়ের। প্রায় আড়াই লক্ষ টাকা সঙ্গে নিয়ে বাইকে করে ফিরছিলেন। কিন্তু কে জানত এই হাসিখুশি মন নিয়ে তিনি আর বাড়ি ফিরতে পারবেন না! বাইক দুর্ঘটনায় পথেই মৃত্যু হল বছর ৪৫ এর কল্যাণ রায়ের। তাঁর এক সহকর্মী সজল চাকি ওই একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। এদিকে এই দুর্ঘটনার পর মানুষের অমানবিকতার ছবি আরও একবার উঠে এল। একজন যখন মারা গিয়েছেন, অপরজন মরণাপন্ন সেই সময় তাঁদের সাহায্য করার বদলে সঙ্গে থাকা আড়াই লক্ষ টাকা নিয়ে চম্পট দিল কয়েকজন।
উত্তর দিনাজপুর জেলা পুলিশ সূত্রে খবর, রায়গঞ্জ থানার রামপুর পঞ্চায়েতের লহন্ডা স্মৃতি মন্দিরের কাছে রাজ্য সড়কের উপর এই দুর্ঘটনাটি ঘটে। মৃত কল্যাণ রায় একটি আইসক্রিম কোম্পানির সেলস ম্যানেজার পদে কর্মরত ছিলেন। আহত সজল চাকি ওই একই সংস্থার ডিস্ট্রিবিউটর ছিলেন। মৃতের আত্মীয় তরুণকান্তি সরকার জানান, প্রতিমাসের শেষ দিন বিভিন্ন এলাকা থেকে আইসক্রিম ব্যবসার টাকা সংগ্রহ করে বাড়ি ফিরে আসতেন কল্যাণ। এবারেও সেই কাজেই গিয়েছিলেন। বিভিন্ন দোকান থেকে প্রায় আড়াই লক্ষ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। তরুনকান্তিবাবুর দাবি, তাঁরা খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে দেখেন টাকার ব্যাগ উধাও।
advertisement
advertisement
এদিকে মৃতের পরিবারের কথা থেকে আইসক্রিম সংস্থার ওই উচ্চপদে কর্মরত ওই ব্যক্তির মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। তরুণকান্তি সরকার বলেন, দুটো বাইকের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছে বলা হলেও দুটো বাইকের কারোর কোনও ক্ষতি হয়নি। ফলে সন্দেহ দানা বাঁধছে। অপর বাইকেরও কেউ আহতও হননি। মৃত যুবকের ভাই বিধানচন্দ্র রায় জানান, এর পেছনে অন্য কারণ থাকতে পারে। পুলিশ তদন্ত করলে আসল রহস্য বেরিয়ে আসবে। এদিকে স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনার পর এলাকার মানুষই রায়গঞ্জ থানায় ফোন করে খবর দেয়। পুলিশ এসে ওই দুজনকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক কল্যাণ রায়কে মৃত বলে ঘোষণা করেন। এদিকে আহত সজল চাকির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।
advertisement
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 02, 2023 6:35 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: ব্যবসার টাকা নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু, কিন্তু অক্ষত দুটো বাইকই! সেইসঙ্গে ভ্যানিশ আড়াই লক্ষ টাকা, গভীর রহস্য রায়গঞ্জে