Dakshin Dinajpur News: চেষ্টা করেও মেলেনি অ্যাম্বুলেন্স! আশাকর্মীর তৎপরতায় প্রাণ বাঁচল প্রসূতির

Last Updated:

Dakshin Dinajpur News: আশাকর্মীর কারণেই বাঁচে মায়ের প্রাণ। তাই সেই আশাকর্মীকে সংবর্ধিত করলেন দক্ষিণ দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

+
নয়া

নয়া জীবন প্রসূতির

দক্ষিণ দিনাজপুর: এক আশা কর্মীর প্রচেষ্টায় প্রাণে বাঁচল প্রসূতি। জানা গিয়েছে, প্রসূতি মায়েদের জন্য সরকার প্রদত্ত অ্যাম্বুলেন্স পরিষেবা চালু থাকলেও সময় মত অ্যাম্বুলেন্স না পেয়ে দীর্ঘ প্রায় তিন কিলোমিটার পথ হেঁটে পৌঁছে যান বিএসএফ-এর ক্যাম্পে। আর সেই ক্যাম্প থেকে তড়িঘড়ি নিজেদের অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে ওই প্রসূতি মাকে হাসপাতাল পৌঁছে দেওয়া হয়। ঘটনাটি, তপন ব্লকের আউটিনা গ্রাম পঞ্চায়েতের ভালুকাদহের ঘটনা।
সেই অ্যাম্বুলেন্সে করেই প্রসূতি মাকে চিকিৎসার জন্য আনা হয় তপন গ্রামীণ হাসপাতালে। সেখানে অস্ত্রোপচার করা হয়। কিন্তু প্রসূতির গর্ভের সন্তানকে বাঁচানো সম্ভব হয়নি। এ দিকে আশাকর্মীর কারণেই বাঁচে মায়ের প্রাণ। তাই সেই আশাকর্মীকে সংবর্ধিত করলেন দক্ষিণ দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ দাস।
advertisement
advertisement
প্রসঙ্গত, ওই এলাকার এক প্রসূতি মহিলার প্রসব বেদনা উঠলে সরকারি মাতৃযান বা ১০২ অ্যাম্বুলেন্সের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন স্থানীয় আশাকর্মী সুমিত্রা উরাও। এমনকি যোগাযোগ করলেও কেউ আসতে রাজি হয়নি বলেই অভিযোগ। যার কারণে প্রায় ৩ কিলোমিটার পথ হেঁটেই ওই মহিলা বিএসএফ ক্যাম্পে গিয়ে সাহায্য চান। পাশাপাশি, সাহায্যের হাত বাড়িয়ে দেন বিএসএফ জওয়ানরা। তাদের অ্যাম্বুলেন্সে করে ওই প্রসূতিকে হাসপাতালে নিয়ে এলে তার জীবন বেঁচে যায়।
advertisement
প্রথম দিকে অনেকটাই দেরি হয়ে যাওয়ায়  মাতৃজান আসতে রাজি না হওয়ায় ওই প্রসূতির সন্তানের মৃত্যু হয়। তবে সুমিত্রা দেবীর এমন কর্মে বাহবা জানায় স্বাস্থ্য মহল থেকে শুরু করে সকলে। তার এই কার্যকলাপ সমাজের প্রত্যেককে নতুন ভাবে অনুপ্রেরণা যোগাবে।
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: চেষ্টা করেও মেলেনি অ্যাম্বুলেন্স! আশাকর্মীর তৎপরতায় প্রাণ বাঁচল প্রসূতির
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement