Durga Puja 2023: শিল্পীর হাতের জাদুতে অভিনব ভাবে তৈরি দুর্গা প্রতিমা! উপকরণ কী জানেন? চমকে উঠবেন
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
Durga Puja 2023: শুধু প্রতিমা বানিয়েই থেমে থাকতে রাজি নন রূপালী। কাপড়ের তৈরি প্রতিমাই বাড়িতে পুজো করা হবে চার দিন ধরে। তারপর ঘরের শোভা বাড়াতে তা সাজিয়ে রাখা হবে।
দক্ষিণ দিনাজপুর: হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন। তার পরেই বাঙালি মেতে উঠবে দূর্গাপুজোয়। সে দিক থেকে পিছিয়ে থাকতে রাজি নন বাড়ির গৃহিণীরা। সে রকম একজন বালুরঘাট শহরের রথতলার গৃহিনী রুপালী চক্রবর্তী। প্রসঙ্গত, তিনি নিজেই পুজোর আনন্দে সামিল হতে বানিয়ে ফেললেন দুর্গা প্রতিমা। তবে খড়-মাটি দিয়ে নয়। বাড়িতে পড়ে থাকা অপ্রয়োজনীয় ছাট কাপড়ের টুকরো আর সূচ-সুতো দিয়ে একে একে দুর্গা, গণেশ, কার্তিক, সরস্বতি, লক্ষী-সহ তাঁদের বাহন তৈরি করে ফেলেছেন তিনি। দেবী দুর্গার পায়ের কাছে রয়েছে অসুরও। বাকি ছিল বেশভূষা-সাজসজ্জা।মাত্র ১৫ দিনেই রূপালী গড়ে তুলেছেন দুর্গাপ্রতিমা। যা দেখতে পাড়াপড়শিরাও এখন থেকেই ভিড় জমাচ্ছেন। যদিও এর আগে কখনও এ রকম কোনও প্রতিমা তৈরির কাজ করেননি রূপালী দেবী।ত বে আর পাঁচজন গৃহিণীর মতোই সূচ-সুতোয় হাতের সূক্ষ্ম কাজ ফুটিয়ে তুলেছেন অনেক কিছুতেই।
শুধু প্রতিমা বানিয়েই থেমে থাকতে রাজি নন রূপালী। এই কাপড়ের তৈরি প্রতিমাই বাড়িতে পুজো করা হবে চার দিন ধরে। তারপর ঘরের শোভা বাড়াতে তা সাজিয়ে রাখা হবে। তবে রূপালি জানালেন, নাতনির আবদারের জন্য পুরনো কাপড় দিয়ে দুর্গা প্রতিমা গড়ে তোলেন। তবে দুর্গা প্রতিমা ছাড়াও তিনি তৈরি করেন মা দুর্গার চার ছেলেমেয়ে ও তাঁদের প্রিয় বাহনদের।
advertisement
advertisement
রূপালীর কথায়, সবাই তো মাটির দুর্গা প্রতিমা তৈরি করে পুজো করেন। কিন্তু তিনি কাপড় আর সুচ-সুতো নিয়েই হাতের কাজ করতে ভালোবাসেন।তাই প্রতিমার সাজসজ্জার সামগ্রী কিনতে ৫০০ টাকা খরচ করে মাত্র ১৫ দিনের মধ্যে বানিয়ে ফেলেছেন। কাপড়ের তৈরী প্রতিমাই এ বার চক্রবর্তী পরিবারে পুজো হবে বলে জানিয়েছেন তিনি।রূপালী দেবীর এমন প্রতিভার কথা এখন শুধু বালুরঘাটবাসী নয়, জেলাবাসীর কাছে এক নজির সৃষ্টি করেছে।
advertisement
সুস্মিতা গোস্বামী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 08, 2023 8:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Durga Puja 2023: শিল্পীর হাতের জাদুতে অভিনব ভাবে তৈরি দুর্গা প্রতিমা! উপকরণ কী জানেন? চমকে উঠবেন