Dakshin Dinajpur News: বালুরঘাটের পাড়ায় পাড়ায় মরণ ফাঁদ! আতঙ্কে শহরবাসী

Last Updated:

বালুরঘাট শহরে নিকাশি নর্দমার মুখের ঢাকনা খোলা থাকায় অহরহ ঘটছে দুর্ঘটনা। কখন‌ও পশু, আবার কখনও গাড়ির চাকা পড়ে গিয়ে আহত হচ্ছে বহুজন

দক্ষিণ দিনাজপুর: এ যেন মরণফাঁদ! বালুরঘাট শহরে খোলা নর্দমার সমস্যা ঠিক এমন জায়গায় গিয়ে পৌঁছেছে। রাস্তা দিয়ে চলতে গিয়ে সেখানে পড়ে যে কোনও সময় বড় বিপদ ঘটতে পারে। বিশেষ করে অল্প বয়সী এবং বয়স্কদের নিয়ে চিন্তা বেশি। নর্দমা পরিষ্কার করার পর সাফাই কর্মীরা ঠিক করে তার উপরের ঢাকনা বা স্ল্যাব লাগাচ্ছে না বলে অভিযোগ। যার ফলে প্রায়শই দুর্ঘটনা ঘটছে।
মঙ্গলবার সকালে বালুরঘাটের ২০ নম্বর ওয়ার্ডের এমনই একটি খোলা মুখ নর্দমায় একটি ষাঁড় পড়ে যায়। পরে দমকলকর্মীরা এসে ষাঁড়টিকে উদ্ধার করেন। এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে। স্থানীয় কাউন্সিলরের এর আক্ষেপ, পুরসভায় জানিয়েও কাজ হচ্ছে না।
বর্ষা শুরুর আগে শহরের নিকাশি ব্যবস্থা ঠিক রাখতে প্রতিটি ওয়ার্ডে সাফাই কর্মীদের দিয়ে নর্দমা পরিষ্কার করায় পুর কর্তৃপক্ষ। এবারেও তাই হয়েছে। কিন্তু বালুরঘাটবাসীর অভিযোগ, নর্দমা যথাযথভাবে পরিষ্কার করলেও তার ঢাকনা ঠিক করে লাগিয়ে দেননি সাফাই কর্মীরা। বেশ কিছু জায়গায় নর্দমার ঢাকনাই নেই।
advertisement
advertisement
মঙ্গলবার সকালে ২০ নম্বর ওয়ার্ডের যুব সংঘ এলাকায় নর্দমায় ষাঁড় পড়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এর আগেও হাইড্রেনের ঢাকনা না থাকায় একইভাবে ষাঁড় পড়ে গিয়েছিল। কখনও কখনও গাড়ির চাকা এই নর্দমায় ঢুকে যাচ্ছে। ফলে আহত হচ্ছেন চালকরা। ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের নর্দমাগুলোর বেশিরভাগই স্ল্যাব ছাড়া উন্মুক্ত পড়ে আছে।
advertisement
গোটা ঘটনায় আতঙ্কিত এক বাসিন্দা শান্তনু মুখোপাধ্যায় বলেন, অনেক সময় বাচ্চারা রাস্তায় খেলাধুলো করে। অন্যমনস্কভাবে এই খোলা নর্দমায় পড়ে গেলে বড় বিপদ ঘটে যাবে। ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুন্তল দাসের আক্ষেপ, বহু বছর ধরে অনেক নর্দমার মুখ খোলা পড়ে। স্ল্যাব বসানোর কথা বলা হয়েছে পুরসভায়। কিন্তু কোনও হেলদোল নেই। সাত-আট বছর ধরে অনেক জায়গায় হাই ড্রেনের স্ল্যাব সরিয়ে রাখা হয়েছে। পুরসভায় জানালেও কোনও পদক্ষেপ করছে না। এমনকি কিছুদিন আগেই আবার স্ল্যাব ভেঙে নর্দমা পরিষ্কারের জন্য এসেছিল। আমি ভাঙতে দিইনি। কারণ সামনে দুর্গাপুজো, প্রচুর লোকের ভিড়ের মধ্যে দুর্ঘটনা ঘটতে পারে।
advertisement
বালুরঘাটের পুরপ্রধান অশোক মিত্র এই ঘটনা প্রসঙ্গে বলেন, বর্ষাকালে জল জমে থাকে। যাতে রাস্তার জল নর্দমা দিয়ে বিনা বাধায় বয়ে যেতে পারে তাই সব ওয়ার্ডেই নর্দমা পরিস্কারের কাজ চলছে। সেই কারণেই স্ল্যাব সরানো হচ্ছে। কাজ শেষ হলেই সেই স্ল্যাব বসিয়ে দেওয়া হবে। যে এলাকায় কাজ বাকি আছে সেখানে স্ল্যাব বসানো হয়নি। গোটা বিষয়টির উপর তিনি নজর রাখছেন বলে জানিয়েছেন।
advertisement
সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: বালুরঘাটের পাড়ায় পাড়ায় মরণ ফাঁদ! আতঙ্কে শহরবাসী
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement