Hooghly News: ফেসবুকে আলাপ থেকে প্রেম ও বিয়ে, মর্মান্তিক পরিণতি যুবকের
- Reported by:SUVOJIT GHOSH
- hyperlocal
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
অপ্রাপ্তবয়স্ক সম্পর্ক- ফেসবুকে আলাপ থেকে প্রেম ও বিয়ে, ভালবাসার মর্মান্তিক পরিণতি।
গোঘাট: ফেসবুকে আলাপ হয়েছিল দু’জনের। সেখান থেকে প্রেম এবং পরে বাড়ি থেকে পালিয়ে বিয়ের সিদ্ধান্ত। কিন্তু এক সপ্তাহর মাথায় ঘটে গেল ভালবাসার ভয়ঙ্কর পরিণতি। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার গোঘাটের পশ্চিম পাড়া গ্রাম পঞ্চায়েতের গুরুলিয়া ভাতশালা এলাকায়। ওই এলাকার বাসিন্দা সুশান্ত রায়,বয়স মাত্র ১৯ বছর। তার প্রেমিকার বয়স মাত্র ১৭ বছর। স্বাভাবিক ভাবেই নাবালিকা মেয়ের বিয়ে পালিয়ে যাওয়া নিয়ে মেনে নিতে পারেনি পরিবারের সদস্যরা।
পরিববার সূত্রে জানা যায় প্রেমিকার বাবা গোঘাট থানায় অপহরনের অভিযোগ করেছিলেন। আর সেই সূত্র ধরে রবিবার সুশান্তর বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে নিয়ে যায় নববধূ নাবালিকাকে। ঘটনার সময় সুশান্ত বাড়িতে ছিল না। বাড়িতে এসে ঘটনার কথা শোনার পরই বিনা মেঘে বজ্রপাত। ওই আঘাত সহ্য করতে না পেরে তার বাড়িতে দুপুরে বিষ পান করে নেয়।
advertisement
advertisement
পরিবারের সদস্যরা জানতে পেরে তড়িঘড়ি আরামবাগ মেডিকেল কলেজ নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সুশান্তর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুরো বিষয়টি নিয়ে খতিয়ে দেখছেন পুলিশ।
Suvojit Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 15, 2023 9:27 PM IST









