সন্তানসম্ভবা মহিলা যাচ্ছিলেন ট্রেনে করে, তারপর যা হল ...
Last Updated:
ঘটনার বিবরণ ও ছবি নিঃসন্দেহে চমকে দেবে
#বুয়েনস আয়ার্স : ড্রাগ পাচারাকারীরা আইনি রক্ষকদের ফাঁকি দেওয়ার নিত্য নতুন পথ বার করে ৷ সেরকমই এবার হল ৷ এক মহিলা যাঁকে দেখে প্রেগন্যান্ট বলে মনে হচ্ছিল, কিন্তু তাঁর সেই প্রেগন্যান্সি আসলে মিথ্যা ছিল ৷ তিনি নিজের পেটে প্চুর পরিমাণে মারিজোয়ানা নিয়ে যাচ্ছিলেন ৷
ঘটনাটি আর্জেন্টিনার ৷সেখানের সুরক্ষা মন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিচ এই ঘটনার ছবি দিয়ে পুরো বিষয়টি ট্যুইট করেছেন ৷ নিজের মিথ্যা বেবি বাম্পে বেশ কয়েক প্যাকেট মারিজোয়ানা নিয়ে যাচ্ছিলেন ৷ আর্জেন্টিনার সান্তাক্রুজের ম্যান্ডোনায় এই ঘটনা ঘটেছে ৷
পুলিশ আধিকারিকরা যে কোচে তল্লাশি চালাচ্ছিলেন সেখানেই এই ভদ্রমহিলা ছিলেন ৷ ভদ্রমহিলার সঙ্গে একজন বয়স্ক পুরুষও ছিলেন ৷ তাঁর কাছে একটি ছোট মারিজোয়ানার প্যাকেট পাওয়া যায় ৷ এরপরেই ওই মহিলাকে চেপে ধরে পুলিশ ৷ পুলিশ তল্লাশি করতেই গিয়েই চমকে যায় ভদ্রমহিলা আদৌ প্রেগন্যান্ট নন প্রমাণ হয়ে যায় ৷ বরং তাঁর নকল বেবি বাম্প তৈরি পুরোটাই সন্দেহজনক জিনিস দিয়েই ৷ এঁরা স্বামী -স্ত্রী ছিলেন এটাও পুলিশ তদন্ত করতে গিয়ে পায় ৷
advertisement
advertisement
¡NARCO EMBARAZO! Fabricó una panza con engrudo, escondió 15 paquetes de marihuana y simulando un embarazo, intentó trasladarla de #Mendoza a #SantaCruz. En un control de @gendarmeria detuvimos a la falsa embarazada y a su cómplice. ¡Así se las ingenió para traficar la droga! pic.twitter.com/6Lw2bAaOch
— Patricia Bullrich (@PatoBullrich) November 13, 2019
advertisement
পেস্টিং করে বানানো হয়েছিল এই বেবিবাম্প ৷ আর তার ভিতরে ঠাসা ছিল মারিজোয়ানা ৷ পুলিশ এই দুই নারী-পুরুষকেই গ্রেফতার করে ৷ পুরো ঘটনাটির সত্যতা পুলিশের পক্ষ থেকেও স্বীকার করে নেওয়া হয়েছে ৷
আরও দেখুন
Location :
First Published :
November 15, 2019 2:48 PM IST