সন্তানসম্ভবা মহিলা যাচ্ছিলেন ট্রেনে করে, তারপর যা হল ...

Last Updated:

ঘটনার বিবরণ ও ছবি নিঃসন্দেহে চমকে দেবে

#বুয়েনস আয়ার্স : ড্রাগ পাচারাকারীরা আইনি রক্ষকদের ফাঁকি দেওয়ার নিত্য নতুন পথ বার করে ৷ সেরকমই এবার হল ৷ এক মহিলা যাঁকে দেখে প্রেগন্যান্ট বলে মনে হচ্ছিল, কিন্তু তাঁর সেই প্রেগন্যান্সি আসলে মিথ্যা ছিল ৷ তিনি নিজের পেটে প্চুর পরিমাণে মারিজোয়ানা নিয়ে যাচ্ছিলেন ৷
ঘটনাটি আর্জেন্টিনার ৷সেখানের সুরক্ষা মন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিচ এই ঘটনার ছবি দিয়ে পুরো বিষয়টি ট্যুইট করেছেন ৷ নিজের মিথ্যা বেবি বাম্পে বেশ কয়েক প্যাকেট মারিজোয়ানা নিয়ে যাচ্ছিলেন ৷ আর্জেন্টিনার সান্তাক্রুজের ম্যান্ডোনায় এই ঘটনা ঘটেছে ৷
পুলিশ আধিকারিকরা যে কোচে তল্লাশি চালাচ্ছিলেন সেখানেই এই ভদ্রমহিলা ছিলেন ৷ ভদ্রমহিলার সঙ্গে একজন বয়স্ক পুরুষও ছিলেন ৷ তাঁর কাছে  একটি ছোট মারিজোয়ানার প্যাকেট পাওয়া যায় ৷ এরপরেই ওই মহিলাকে চেপে ধরে পুলিশ ৷ পুলিশ তল্লাশি করতেই গিয়েই চমকে যায় ভদ্রমহিলা আদৌ প্রেগন্যান্ট নন প্রমাণ হয়ে যায় ৷ বরং তাঁর নকল বেবি বাম্প তৈরি পুরোটাই সন্দেহজনক জিনিস দিয়েই ৷ এঁরা স্বামী -স্ত্রী ছিলেন এটাও পুলিশ তদন্ত করতে গিয়ে পায় ৷
advertisement
advertisement
advertisement
পেস্টিং করে বানানো হয়েছিল এই বেবিবাম্প ৷ আর তার ভিতরে ঠাসা ছিল মারিজোয়ানা ৷ পুলিশ এই দুই নারী-পুরুষকেই গ্রেফতার করে ৷ পুরো ঘটনাটির সত্যতা পুলিশের পক্ষ থেকেও স্বীকার করে নেওয়া হয়েছে ৷
আরও দেখুন
বাংলা খবর/ খবর/ক্রাইম/
সন্তানসম্ভবা মহিলা যাচ্ছিলেন ট্রেনে করে, তারপর যা হল ...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement