হৃতিক রোশনের ফ্যান, মার্কিন মুলুকে স্ত্রীকে খুন করার পর স্বামী যা করলেন ...
Last Updated:
নৃশংস ও মানসিক বিকৃতির প্রমাণ এই ঘটনা
#নিউইয়র্ক : বলিউড স্টার হৃতিক রোশন ৷ সারা দেশে তাঁর ফ্যান ৷ এমনকি বিদেশেও তাঁর প্রচুর ফ্যান রয়েছে ৷ আর এভাবে ফ্যান হওয়ার অপরাধেই মরতে হল এক তরুণীকে ৷ ঘটনাটি মার্কিন মুলুকের ৷ ৩৩ বছরের এক ব্যক্তি নিজের স্ত্রীকে ছুরি দিয়ে খুন করেছেন ৷
২৭ বছরের ডোন দোজয় বারটেন্ডারের কাজ করতেন ৷ তাঁর স্বামীর নাম দিনেশ্বর বুধিদত্ ৷ তাঁর স্ত্রী হৃতিক রোশনকে পছন্দ করে এই বিষয়টি তিনি সহ্য করতে পারতেন না , এই নিয়ে রীতিমতো ঈর্ষাকাতর ছিলেন তিনি ৷ নিউইয়র্ক পোস্টের খবর অনুযায়ি এইজন্যেই স্ত্রীকেই শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন কইন্সের বাসিন্দা ৷
advertisement
advertisement
যে বারটেন্ডা ভদ্রমহিলা খুন হয়েছেন তারই বারে গান গান এমন এক মহিলা জানিয়েছেন, ডোন যখনই বাড়িতে হৃতিকের সিনেমা বা গান দেখত তখনই তাঁর স্বামী সেটা বন্ধ করে দিতে বলত , এতটাই হিংসা করত হৃতিককে ৷ অন্যদিকে মেয়েটি যখন যেখানে যে হৃতিক রোসনের সিনমা দেখতে পেত সেটা দেখতে যেত ৷
এদিকে স্ত্রীকে খুন করার পর ওই ব্যক্তি নিজেও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ৷ স্ত্রীকে খুন করার পর নিজের বোনকে মেসেজ করে ওই ব্যক্তি জানিয়ে দেয় যে সে তাঁর স্ত্রীকে খুন করেছে এবং বাড়ির চাবি কোথায় রাখা আছে তাও জানিয়ে দেয় ৷ খুন করার আগেও নিয়মিত মেয়েটি তাঁর স্বামীর দ্বারা অত্যাচারিত হত ৷ কখনও তাঁকে মারত, অপমান করত ৷
advertisement
আরও দেখুন
Location :
First Published :
November 12, 2019 9:48 AM IST