Watches Smuggling: ৩০ কোটি টাকারও বেশি দামের ৩৪টি ঘড়ি উদ্ধার ! ধৃত ব্যক্তি কলকাতার বাসিন্দা

Last Updated:

সবমিলিয়ে ৩০ কোটি টাকারও অধিক মূল্যের ঘড়ি উদ্ধার হয়েছে ওই ব্যক্তির বাড়ি থেকে ৷ যিনি আদতে কলকাতার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

৩০ কোটি টাকারও বেশি দামের ৩৪টি ঘড়ি উদ্ধার ! ধৃত ব্যক্তি কলকাতার বাসিন্দা
৩০ কোটি টাকারও বেশি দামের ৩৪টি ঘড়ি উদ্ধার ! ধৃত ব্যক্তি কলকাতার বাসিন্দা
কলকাতা: বাড়িতে উদ্ধার ৩৪টিরও বেশি দামি ঘড়ি ! শুধু দামি ঘড়ি বললে হয়তো ভুল হবে, কারণ এই ‘সুপার প্রিমিয়াম’ ঘড়িগুলির কোনও কোনওটার মূল্য কোটি টাকারও বেশি ৷ ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)-এর মুম্বই আঞ্চলিক ইউনিটের আধিকারিকরা সম্প্রতি এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে ওই ৩৪টি হাই-এন্ড ঘড়ি উদ্ধার করেছেন ৷ সবমিলিয়ে ৩০ কোটি টাকারও অধিক মূল্যের ঘড়ি উদ্ধার হয়েছে ওই ব্যক্তির বাড়ি থেকে ৷ যিনি আদতে কলকাতার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷
এই ঘড়িগুলি যে অভিযুক্ত ব্যক্তির শুধু ‘শখের ঘড়ি কালেকশন’ নয়, তা তদন্ত করে জানতে পেরেছে পুলিশ ৷ কারণ বিদেশ থেকে এই দামি ঘড়িগুলি অবৈধভাবে দেশে আনত ওই ব্যক্তি বলে জানা গিয়েছে ৷ দামি ঘড়ির চোরাচালানের সঙ্গে ওই ব্যক্তি যুক্ত বলেই অনুমান তদন্তকারি অফিসারদের ৷ কোনও কাস্টমস শুল্ক না দিয়েই অবৈধ ভাবে ওই দামি ঘড়িগুলি দেশে আনা হত বলে জানা গিয়েছে ৷ গত সপ্তাহে সিঙ্গাপুর থেকে কলকাতায় আসার সময় ওই ব্যক্তির কাছ থেকে ‘Greubel Forsey’ ব্র্যান্ডের ঘড়ি উদ্ধার করেন কাস্টমস আধিকারিকরা ৷ যা অত্যন্ত দামি ঘড়ি হিসেবেই পরিচিত ৷
advertisement
advertisement
কাস্টমস ডিক্লরেশন ছাড়াই ওই ঘড়ি নিয়ে অভিযুক্ত বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল ৷ কিন্তু শেষপর্যন্ত ধরা পড়ে যায় ৷ এরপর তার বাড়িতে তল্লাশি চালিয়েও এমন কোটি কোটি টাকা দামের বিভিন্ন ঘড়ি উদ্ধার করেন তদন্তকারি অফিসাররা ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Watches Smuggling: ৩০ কোটি টাকারও বেশি দামের ৩৪টি ঘড়ি উদ্ধার ! ধৃত ব্যক্তি কলকাতার বাসিন্দা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement