Viral Video: 'আমি আর বাঁচতে চাই না' চিৎকার করে উড়ালপুল থেকে আত্মহত্যার চেষ্টা! তার পর? দেখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
সেই সময় টহলরত দিল্লি পুলিশের কর্মীরা ওই ব্যক্তিকে প্রাণে বাঁচান। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে (Viral Video)।
#নয়াদিল্লি: দিল্লি পুলিশের বিচক্ষণতায় প্রাণ বাঁচল ৪২ বছরের এক ব্যক্তির। অভিযোগ, রবিবার অ্যান্ড্রিউড গঞ্জের কাছে একটি উড়ালপুল থেকে লাফ দিয়ে নিজের প্রাণ নেওয়ার চেষ্টা করতে যাচ্ছিলেন ওই ব্যক্তি। সেই সময় টহলরত দিল্লি পুলিশের কর্মীরা ওই ব্যক্তিকে প্রাণে বাঁচান। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে (Viral Video)।
পুলিশ সূত্রে খবর, '১২ সেপ্টেম্বর সন্ধে ৬টা নাগাদ পুলিশ স্টেশন এলাকার মধ্যে টহলরত কর্মীরা খবর পান অ্যান্ড্রিউ গঞ্জ উড়ালপুল থেকে এক ব্যক্তি লাফ দেওয়ার চেষ্টা করছেন। স্টেশনের এসএইচও কোটলা মুবারক পুরের কাছে এই খবর আসে'। খবর পাওয়ার পরই এক দল পুলিশকর্মী ঘটনাস্থলে পৌঁছে যান। সেখানে গিয়ে দেখা যায় উড়ালপুলের রেলিংয়ের উপর উঠে এক ব্যক্তি নীচে লাফ দেওয়ার চেষ্টা করছেন। ওই ব্যক্তি চিৎকার করে বলছিলেন, 'আমি আর বাঁচতে চাই না'।
advertisement
आज शाम छत्त पर टहलते समय अचानक इस शख्स पर नजर पड़ी,बिना समय गवाये स्थानीय SHO को कॉल किया और वह 5मिनट के भीतर मेरे द्वारा बताई गई जगह पर पुलिस ने पहुँच कर शख्स को जो कि शराब के नशे में था,बेरोजगार, परेशान था,आत्महत्या करना चाहता था,की जिंदगी को बचा लिया।@DelhiPolice 🇮🇳🙏#Delhi pic.twitter.com/dIaBuFSrmy
— Alka Lamba (@LambaAlka) September 12, 2021
advertisement
advertisement
পুলিশ দ্রুত নীচের রাস্তায় জাল বিছিয়ে দেয় এবং সেখানে একাধিক কর্মীকে নিয়োগ করা হয়। পুলিশ ওই ব্যক্তিকে বুঝিয়ে শেষ পর্যন্ত তাঁকে সেখান থেকে নামিয়ে আনতে সক্ষম হয়। পুলিশ জানতে পেরেছে, ওই ব্যক্তির নাম জগত সিং বিশত। তিনি উত্তরাখণ্ডের আলমোরার বাসিন্দা। দিল্লির হজ খাস এলাকায় তিনি বর্তমানে রয়েছেন। ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: ১৮ মাসের সন্তানকে বেধড়ক কিল-চড়-ঘুষি মায়ের, নিজেই রেকর্ড করল ভিডিও! কেন?
view commentsএই গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ব্যাপক সাড়া ফেলে েসটি। এক কথায় ভাইরাল হয়েছে এই ভিডিও।
Location :
First Published :
September 13, 2021 6:07 PM IST

