Viral Video: বাসের মধ্যেই বেনজির ঘটনা, কন্ডাক্টরকে বেধড়ক মার মহিলার, ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video: বাস কন্ডাক্টরের সঙ্গে ভাড়া নিয়ে ঝামেলার দৃশ্য নতুন নয়। যারা বাসে যাতায়াত করেন তারা কম-বেশি এমন দৃশ্যের সাক্ষী থেকেছে। কিন্তু উত্তরপ্রদেশের ঝাঁসিতে যেটা ঘটল তা নজিরবিহিন।

ঝাঁসি: বাস কন্ডাক্টরের সঙ্গে ভাড়া নিয়ে ঝামেলার দৃশ্য নতুন নয়। যারা বাসে যাতায়াত করেন তারা কম-বেশি এমন দৃশ্যের সাক্ষী থেকেছে। কিন্তু উত্তরপ্রদেশের ঝাঁসিতে যেটা ঘটল তা নজিরবিহিন। এক সরকারি কর্মীকে অপর মহিলা সরকারি কর্মীর এমন মারধরের ঘটনা সচরাচর দেখা যায় না। যাত্রীদের যাতায়াতকে স্মার্ট করতে উত্তরপ্রদেশের ঝাঁসিতে চলে সিটি বাস। সেই বাসেই ভাড়া নিয়ে বিবাদের জেরে বাস কন্ডাক্টরকে ব্যাপক মারধর করলেন এক মহিলা হোম গার্ড।
ঝামেলার সময়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, সিটি বাসস্ট্যান্ড থেকে বড়ুয়াসাগর শহরে যাওয়ার বাসে ভাড়া নিয়ে মহিলা হোম গার্ড ও কন্ডাক্টরের মধ্যে বিবাদ শুরু হয়। অভিযোগ মহিলা হোম গার্ড ভাড়া বাবদ ৩৩ টাকার পরিবর্তে মাত্র ২০ টাকা দিয়েছিলেন। কন্ডাক্টর যখন মহিলা হোম গার্ডের কাছ থেকে পুরো ভাড়া দাবি করেন। তখন তিনি রেগে যান এবং কন্ডাক্টরের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। কথা কাটাকাটি চলার সময় হঠাৎই ওই মহিলা হোমগার্ড কন্ডাক্টরকে চড় মারতে শুরু করেন। মহিলা হোম গার্ডের পাল্টা অভিযোগ, কন্ডাক্টর আমাকে শ্লীলতাহানি করেছিল।
advertisement
advertisement
ঘটনা উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। কেন মহিলা হোম গার্ড বাসের কন্ডাক্টরকে মারধর করলেন তা খতিয়ে দেখা হচ্ছে। আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। এর পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে মহিলা হোমগার্ডকে বাস কন্ডাক্টরের শ্লীললতাহানি করার অভিযোগও। পুলিশের তরফে জানানো হয়েছে,’তদন্তে যারাই দোষী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Viral Video: বাসের মধ্যেই বেনজির ঘটনা, কন্ডাক্টরকে বেধড়ক মার মহিলার, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement