Uttar Pradesh News: প্রেম জোয়ারে পালিয়ে বিয়ে, সুখ শেষ ৪ দিনেই! চরম পদক্ষেপ স্বামীর, শুনলে পা কেঁপে যাবে

Last Updated:

Uttar Pradesh News: প্রেমিক-প্রেমিকা থেকে স্বামী-স্ত্রী হওয়ার পাঁচ দিনের মধ্যেই এই সম্পর্ক ভেঙে যায়। কারণ শুনলে মন খারাপ হয়ে যাবে।

প্রেম জোয়ারে পালিয়ে বিয়ে, সুখ শেষ ৪ দিনেই! (প্রতীকী ছবি)
প্রেম জোয়ারে পালিয়ে বিয়ে, সুখ শেষ ৪ দিনেই! (প্রতীকী ছবি)
লখনউ: উত্তরপ্রদেশের লখনউ শহরে একটি প্রেমের গল্পের বেদনাদায়ক পরিণতি ঘটল। প্রেমিক-প্রেমিকা থেকে স্বামী-স্ত্রী হওয়ার পাঁচ দিনের মধ্যেই এই সম্পর্ক ভেঙে যায়। স্ত্রীর সামনেই জীবন দিলেন স্বামী। বিয়ের পর স্ত্রীর স্বজনরা তাঁকে মারধর ও নির্যাতন করে বলে অভিযোগ। এ কারণে প্রেমিকা আত্মহত্যা করেছেন।
উত্তরপ্রদেশের লখিমপুর খেরির সারভাতপুর গ্রামের বাসিন্দা ২২ বছর বয়সি ধীরজের সঙ্গে ওই গ্রামের বাসিন্দা রোলি গিরির প্রেমের সম্পর্ক ছিল। দুজনেই গত ১৪ মার্চ লখনউতে এসে আর্য সমাজ মন্দিরে বিয়ে করেন। এর পরে, তাঁরা লখনউয়ের মাদিয়ানভের এলডেকো গ্রিনে ভাড়ায় থাকতে শুরু করেন।
advertisement
advertisement
রোলি জানান, ১৮ মার্চ ধীরজ তাঁকে ঘরে তালা দিয়ে হলের মধ্যে আত্মহত্যা করেন। রোলি দাবি করেন, যে তিনি কোনও ভাবে দরজা ভেঙে ধীরজকে ঘর থেকে বের করে আনেন এবং সঙ্গে সঙ্গে তাঁকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। তাঁর আশঙ্কাজনক অবস্থা দেখে ধীরজকে বলরামপুর হাসপাতালে রেফার করা হয়। এখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে দু'দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর মারা যান ধীরজ।
advertisement
আরও পড়ুন: জাগ্রত কালী মন্দিরে এ কী দৃশ্য, সিসিটিভিতে ধরা পড়ল মারাত্মক কাণ্ড!
ধীরজের মৃত্যুর সঙ্গে সঙ্গে রোলি তাঁর শ্বশুর সুনীলকে ফোন করে বিষয়টি জানান। এরপর ধীরজ ও রোলির স্বজনরা হাসপাতালে পৌঁছন। ধীরজের স্বজনরা পুত্রবধূ ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে ছেলেকে নির্যাতনের অভিযোগ করেছেন। প্রেম করে বিয়ে করায় তাঁর শ্যালককেও মারধর করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। এই কারণে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন ধীরজ। পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে আত্মহত্যাকেই মৃত্যুর কারণ বলা হচ্ছে।
advertisement
অঞ্জলি সিং রাজপুত
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Uttar Pradesh News: প্রেম জোয়ারে পালিয়ে বিয়ে, সুখ শেষ ৪ দিনেই! চরম পদক্ষেপ স্বামীর, শুনলে পা কেঁপে যাবে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement