Bangla News|| পরিণয়ের পরেও পূর্ণতা পেল না প্রেম! মৌসুনীতে সাংঘাতিক কাণ্ড! তোলপাড়
- Published by:Shubhagata Dey
Last Updated:
পরিণয় হয়েও পূর্ণতা পেল না প্রেম, যার জেরে নামখানার মৌসুনীতে আত্মহত্যা করল এক যুবক। ওই যুবকের নাম শংকর গিরি(২৩)। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।
নামখানা: পরিণয় হয়েও পূর্ণতা পেল না প্রেম, যার জেরে নামখানার মৌসুনীতে আত্মহত্যা করল এক যুবক। ওই যুবকের নাম শংকর গিরি (২৩)। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। সূত্রের খবর শংকর দীর্ঘদিন ধরে একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিল। এরপর পালিয়ে বিয়েও করে তারা। কিন্তু মেয়েটির বয়স কম থাকায়, সেই বিয়ে ভেঙে যায়।
এরপর কেরালায় যায় সে। কিন্তু বিয়ের আইনি পক্রিয়া না মানায় তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর সে জামিনে মুক্ত হয়ে ঘরে আসে। এরমধ্যে আবারও মেয়ের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করে সে।
advertisement
আরও পড়ুনঃ ইচ্ছে হলেই 'এ ভাবে' কান খোঁচান? সাবধান...! কালা হয়ে যেতে পারেন যে কোনও দিন
কিন্তু এ বার আর রাজি হয়নি মেয়ে। ফলে বাড়িতে সবসময় মনমরা হয়ে থাকত শংকর। বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করে প্রায় ছেড়েই দিয়েছিল। এই ঘটনার পর মেয়েটির বাপের বাড়ির পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করে ছেলেটির পরিবার।
advertisement
এর মধ্যেই শুক্রবার বাড়ির কিছু দূরে ছেলেটির ঝুলন্ত দেহ দেখতে পায় প্রতিবেশীরা। খবর যায় নামখানা থানায়। এরপর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার পর এলাকায় নেমেছে শোকের ছায়া।
advertisement
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 29, 2023 12:52 PM IST