*অনেকেই কাঠি, সেফটিপিন, চুলের ক্লিপ ব্যবহার করেন। আবার নানা রকম ব্যাটারি চালিত আলোযুক্ত যন্ত্রও পাওয়া যায় কান খোঁচানোর। ছোটদের কানে ব্যথা হলে, ভিতরে পিঁপড়ে বা পোকা ঢুকেছে মনে করেও অনেকে এসব ব্যবহার করেন। কিন্তু এগুলি একেবারে নিরাপদ নয়। বরং মারাত্মক ক্ষতি করতে পারে। সংগৃহীত ছবি।