কোথায় লুকিয়ে মাদক পাচার! মহিলাদের মাধ্যমে দিয়ে রমরমা ব্যবসা! চাঞ্চল্যকর তথ্য
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Unique style Drug smuggling at East Bardhaman: বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে এক পুরুষ ও দু'জন মহিলা-সহ তিনজন গাঁজা কারবারিকে গ্রেফতার করেছে বর্ধমান থানা ও জেলা পুলিশের একটি স্পেশ্যাল টিম।
#বর্ধমান: গাঁজা পাচার চক্রে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েছে মহিলারাও! মহিলাদের এই অপরাধের সঙ্গে জড়িয়ে পড়াকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে এক পুরুষ ও দু'জন মহিলা-সহ তিনজন গাঁজা কারবারিকে গ্রেফতার করেছে বর্ধমান থানা ও জেলা পুলিশের একটি স্পেশ্যাল টিম। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪১ কেজি ২৫০ গ্রাম নিষিদ্ধ গাঁজা। একইসঙ্গে ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ১ লক্ষ ৬০ হাজার ৪৪৪ টাকা।
পুলিশ জানিয়েছে, ধৃতরা হল বিজয় দাস ওরফে বুলেট ওরফে রাজা (২৪ বছর), মনা দাস ও গীতা পাসোয়ান। এদের সকলের বাড়ি বর্ধমান শহরের ১ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর মাঠ এলাকায়। বৃহস্পতিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।
আরও পড়ুন: কিছুক্ষণেই আবহাওয়া বদল, শক্তি বাড়িয়ে আরও ঘনীভূত নিম্নচাপ, বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টির সতর্কতা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও বেশ কয়েক জনের হদিশ পেতে তল্লাশি চালানো হচ্ছে। খুব তাড়াতাড়ি আরও কয়েক জন মাদক কারবারিকে গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। জেলা পুলিশের এক আধিকারিক জানান, বর্ধমান শহরের আনাচে কানাচে গাঁজা, হেরোইনের মতো মাদক দ্রব্য এমন অভিযোগ বারবার বিভিন্ন মহল থেকে উঠে আসছিল। সেই সব অভিযোগের ভিত্তিতে এই মাদক কারবার বন্ধে বর্ধমান জেলা পুলিশ তৎপর হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: আয়-সম্পত্তি বেড়েছে সাইক্লোনের গতিতে! শুভেন্দু, দিলীপ-সহ ১৭ নেতার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের
জেলা পুলিশের একটি বিশেষ টিম গত কয়েক দিন ধরে শহরের মাদক কারবারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্পর্কে খোঁজ খবর নেয়। এরপর পরিকল্পনা করে অভিযানে নাম হয়। তদন্তকারী পুলিশ অফিসাররা বলছেন, এক জায়গা থেকে অন্য জায়গায় লুকিয়ে গাঁজা পাচারের ক্ষেত্রে মহিলাদের ব্যবহার করা হচ্ছে। আবার গাঁজা হেরোইনের ছোট ছোট প্যাকেট পাঠানোর কাজেও ব্যবহার করা হচ্ছে মহিলাদের। কারণ মহিলাদের সাধারণত সেভাবে তল্লাশি নেওয়া হয় না। সেই সুযোগটাই কাজে লাগাচ্ছিল এই চক্রের মাথারা। কোথা থেকে এইসব মাদক আসছিল, কোথায় কোথায় তা পাঠানো হত, কতদিন ধরে এই কারবার চলছিল সে-সব জানতে ধৃতদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।
advertisement
Saradindu Ghosh
Location :
First Published :
August 18, 2022 7:55 PM IST