হোম /খবর /ক্রাইম /
কসবাকাণ্ডের জের, নীল বাতির গাড়িতে এবার চেক করা হবে অফিসারের আইডি কার্ডও

দেবাঞ্জন কাণ্ডের জের, নীল বাতির গাড়িতে এবার চেক করা হবে অফিসারের আইডি কার্ডও

ট্রাফিক সূত্রে খবর (Kolkata Traffic Police), মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই কাজ৷ কলকাতার বিভিন্ন জায়গাতে এধরণের গাড়ি সন্দেহ হলেই চেকিং চলছে |

  • Share this:

#কলকাতা: কসবার  দেবাঞ্জন কাণ্ডের পর (Fake IAS Debanjan Deb), বেনিয়াপুকুরের পর  নীল বাতির গাড়ির ক্ষেত্রে কড়া  নির্দেশ  কলকাতা  ট্রাফিক পুলিশের | নীল  বাতি (Car with blue light) লাগানো ভুয়ো প্রতারকদের সংখ্যা বেড়ে যাওয়াতে এবার কলকাতা   ট্রাফিক পুলিশের  কড়া  দাওয়াই  |  নীল বাতি বা এধরণের  গাড়ি দেখলে শুধু গাড়ির পেপার চেক নয়, এবার থেকে যে অফিসার রয়েছেন গাড়িতে তাঁরও  আইডেন্টিটি  চেক  করবে  ট্রাফিক পুলিশ  | সন্দেহ হলে সঙ্গে সঙ্গে থানাকেও  জানানো হবে ট্রাফিকের তরফে |

ট্রাফিক সূত্রে খবর, মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই কাজ৷ কলকাতার বিভিন্ন জায়গাতে এধরণের  গাড়ি সন্দেহ হলেই চেকিং  চলছে  |  সন্দেহভাজন নীল বাতি গাড়ির হলেই গাড়ির জিনিসপত্র সহ যিনি  রয়েছেন তাঁরও পরিচয় পত্র খতিয়ে দেখা হবে৷ দেখা হবে গাড়ির নথিও | ডিফেন্স  বা পুলিসের স্টিকার লাগানো গাড়ি দেখলে আগে সেভাবে  চেক হত না |  কিন্তু যেভাবে পুলিশের স্টিকারের অপব্যাবহার  চলছে চারদিকে, তাতে এবার থেকে বেআইনিভাবে পুলিশের স্টিকার লাগিয়ে গাড়ি পার্কিংয়ে রাখলেই কড়া পদক্ষেপ  নেবে কলকাতা  ট্রাফিক পুলিশ | বেআইনি  পার্কিং থাকলে ক্রেন দিয়ে গাড়ি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে |  ফলে লকডাউনে যত্রতত্র যেভাবে গাড়ি পার্কিংয়ে  রাখা হত সেটা এবার থেকে আর করা যাবে না | কড়া পদক্ষেপ নেবে ট্রাফিক পুলিশ  |

সম্প্রতি কসবা ভ্যাকসিন প্রতারণা কাণ্ডে গ্রেফতার হয় দেবাঞ্জন দেব সহ মোট ছয় জন | দেবাঞ্জন নীল বাতির গাড়িতে ঘুরে বেড়াত আইএএস  এর পরিচয়  দিয়ে  |  আদতে  ভুয়ো আইএএস এর পরিচয় দিয়ে ভ্যাকসিন  প্রতারণা  কাণ্ডতে এই দেবাঞ্জনের কুকীর্তির শেষ নেই |  মঙ্গলবার ফের  ইস্ট ট্রাফিক গার্ডের এক সার্জেন্ট  দেখেন নীল বাতি লাগানো একটি গাড়ি | সন্দেহ হওয়াতে গাড়িটি আটকানো হয়৷ গাড়ির ভিতরে থাকা ব্যক্তি নিজেকে সেন্ট্রাল ভিজিল্যান্স অফিসার  হিসাবে পরিচয় দেয় | ভুয়ো পরিচয়  দেখে ওই আসিফুল  হক নামে ব্যক্তিকে  গ্রেফতার করে বেনিয়াপুকুর থানা |পরপর এধরণের নীল বাতি অপব্যাবহারের ঘটনার পর কলকাতা  ট্রাফিক  পুলিশের তরফে কড়া  পদক্ষেপ নেওয়ার জন্য প্রতিটি ট্রাফিককে  নির্দেশ দেওয়া হয়েছে |

Published by:Pooja Basu
First published:

Tags: Fake IAS, Kolkata Traffic police