#কলকাতা: কসবার দেবাঞ্জন কাণ্ডের পর (Fake IAS Debanjan Deb), বেনিয়াপুকুরের পর নীল বাতির গাড়ির ক্ষেত্রে কড়া নির্দেশ কলকাতা ট্রাফিক পুলিশের | নীল বাতি (Car with blue light) লাগানো ভুয়ো প্রতারকদের সংখ্যা বেড়ে যাওয়াতে এবার কলকাতা ট্রাফিক পুলিশের কড়া দাওয়াই | নীল বাতি বা এধরণের গাড়ি দেখলে শুধু গাড়ির পেপার চেক নয়, এবার থেকে যে অফিসার রয়েছেন গাড়িতে তাঁরও আইডেন্টিটি চেক করবে ট্রাফিক পুলিশ | সন্দেহ হলে সঙ্গে সঙ্গে থানাকেও জানানো হবে ট্রাফিকের তরফে |
ট্রাফিক সূত্রে খবর, মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই কাজ৷ কলকাতার বিভিন্ন জায়গাতে এধরণের গাড়ি সন্দেহ হলেই চেকিং চলছে | সন্দেহভাজন নীল বাতি গাড়ির হলেই গাড়ির জিনিসপত্র সহ যিনি রয়েছেন তাঁরও পরিচয় পত্র খতিয়ে দেখা হবে৷ দেখা হবে গাড়ির নথিও | ডিফেন্স বা পুলিসের স্টিকার লাগানো গাড়ি দেখলে আগে সেভাবে চেক হত না | কিন্তু যেভাবে পুলিশের স্টিকারের অপব্যাবহার চলছে চারদিকে, তাতে এবার থেকে বেআইনিভাবে পুলিশের স্টিকার লাগিয়ে গাড়ি পার্কিংয়ে রাখলেই কড়া পদক্ষেপ নেবে কলকাতা ট্রাফিক পুলিশ | বেআইনি পার্কিং থাকলে ক্রেন দিয়ে গাড়ি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে | ফলে লকডাউনে যত্রতত্র যেভাবে গাড়ি পার্কিংয়ে রাখা হত সেটা এবার থেকে আর করা যাবে না | কড়া পদক্ষেপ নেবে ট্রাফিক পুলিশ |
সম্প্রতি কসবা ভ্যাকসিন প্রতারণা কাণ্ডে গ্রেফতার হয় দেবাঞ্জন দেব সহ মোট ছয় জন | দেবাঞ্জন নীল বাতির গাড়িতে ঘুরে বেড়াত আইএএস এর পরিচয় দিয়ে | আদতে ভুয়ো আইএএস এর পরিচয় দিয়ে ভ্যাকসিন প্রতারণা কাণ্ডতে এই দেবাঞ্জনের কুকীর্তির শেষ নেই | মঙ্গলবার ফের ইস্ট ট্রাফিক গার্ডের এক সার্জেন্ট দেখেন নীল বাতি লাগানো একটি গাড়ি | সন্দেহ হওয়াতে গাড়িটি আটকানো হয়৷ গাড়ির ভিতরে থাকা ব্যক্তি নিজেকে সেন্ট্রাল ভিজিল্যান্স অফিসার হিসাবে পরিচয় দেয় | ভুয়ো পরিচয় দেখে ওই আসিফুল হক নামে ব্যক্তিকে গ্রেফতার করে বেনিয়াপুকুর থানা |পরপর এধরণের নীল বাতি অপব্যাবহারের ঘটনার পর কলকাতা ট্রাফিক পুলিশের তরফে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য প্রতিটি ট্রাফিককে নির্দেশ দেওয়া হয়েছে |
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fake IAS, Kolkata Traffic police