কোনও ভয়ডর নেই! চুরি করা পোশাক-গয়না পরেই TikTokভিডিও, চিহ্নিত হল চোর...

Last Updated:

বহুদিন ধরে চুরির অভিযোগ জানিয়েও ক্লান্ত হয়ে পরেছিল অভিযোগকারী পরিবার৷ খোঁজ মিলছিল না চোরের৷ শেষ পর্যন্ত TikTokভিডিও-এ হল কমাল!

#গুয়াহাটি: চুরির জিনিস পরেই TikTok-এ ভিডিও আপলোড৷ মুহূর্তে ধরা পড়ল চোর৷ জামা থেকে গয়না, ঘড়ি, সব কিছুই চুরির মাল! আর এই সব পরেই TikTok-এ নিজের ভিডিও শেয়ার করল মহিলা৷ নিমেষে চিহ্নিত করা গেল তাকে৷ বহু দিন ধরে চুরির অভিযোগ জানিয়েও ক্লান্ত হয়ে পড়েছিল অভিযোগকারী পরিবার৷ খোঁজ মিলছিল না চোরের৷ শেষ পর্যন্ত TikTok ভিডিও-এ হল কামাল!
বাড়িতে অসুস্থ মাকে দেখতে প্রয়োজন ছিল একজন পরিচারিকার৷ স্থানীয় এনজিও-র সঙ্গে যোগাযোগ করে পাওয়া গিয়েছিল এক মহিলাকে৷ সেই বাড়িতে সব কাজ করত৷ খুবই সাহায্য হত গৃহিনীর৷ কিন্তু হঠাৎ করেই একদিন উধাও হয়ে যায় পরিচারিকা৷ এবং পরে বোঝা যায় যে তিনি প্রচুর টাকা, গয়না, দামী জামা কাপড় চুরি করে ওই বাড়ি থেকে পালিয়েছে ৷ লাখ খানেক টাকা খোয়া গিয়েছে বলেও অভিযোগ করা হয় স্থানীয় থানায়৷ সঙ্গে জানানো হয় যে গয়না, কাপড়, ঘরি সবই চুরি করেছেন ওই পরিচারিকা৷ কিন্তু কোনও রকম খোঁজ মেলে না তার৷ শেষ পর্যন্ত আশাও ছেড়ে দেন সকলে৷ কিন্তু TikTokভিডিও খুঁজে দিল চোরকে৷
advertisement
ফেব্রুয়ারি মাস থেকে কাজ শুরু করেছিল সে৷ কিন্তু তারপর তড়িঘড়ি কাজ ছেড়ে দেয়৷ চুরির দায়ে অভিযুক্ত মহিলা চুরির সামগ্রী পরেই TikTokভিডিও শ্যুট করেছে৷ ইতিমধ্যেই তার খোঁজ শুরু হয়েছে৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
কোনও ভয়ডর নেই! চুরি করা পোশাক-গয়না পরেই TikTokভিডিও, চিহ্নিত হল চোর...
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement