নিয়োগ দুর্নীতিতে হাজিরা এড়িয়েছেন তাপস মিশ্র, আইনি পথে হাঁটার প্রস্তুতি ইডির

Last Updated:

তিন বার তলবের পরও ইডি দফতরে হাজিরা এড়িয়েছেন তাপস মিশ্র। এবার তার বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলে সূত্রের খবর। 

নিয়োগ দুর্নীতিতে হাজিরা এড়িয়েছেন তাপস মিশ্র, আইনি পথে হাঁটার প্রস্তুতি ইডির
নিয়োগ দুর্নীতিতে হাজিরা এড়িয়েছেন তাপস মিশ্র, আইনি পথে হাঁটার প্রস্তুতি ইডির
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির নজরে তাপস মণ্ডলের ‘এজেন্ট’ তাপস মিশ্র। তিন বার তলবের পরও ইডি দফতরে হাজিরা এড়িয়েছেন তাপস মিশ্র। এবার তার বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলে সূত্রের খবর।
কে এই তাপস মিশ্র? 
ইডি সূত্রে দাবি, তাপস মণ্ডলের অফিস কর্মী এই তাপস মিশ্র। কাঁথির বাসিন্দা। তাপস মণ্ডলের এজেন্ট হিসেবে কাজ করতেন এই তাপস মিশ্র।
advertisement
কেন ইডির নজরে? 
সূত্রের দাবি, নিয়োগ দুর্নীতির অনেক তথ্য জানেন এই তাপস মিশ্র । তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদের সময় গোপাল দলপতি ও তাপস মিশ্রর নাম প্রকাশ্যে আসে।
advertisement
সূত্রের খবর, তাপস মিশ্র তার জেলার একাধিক চাকরিপ্রার্থীর হয়ে প্রথমে সুপারিশ করেছিলেন তাপস মণ্ডলকে। পরবর্তী সময়ে তাপস মণ্ডল কুন্তল ঘোষের সঙ্গে পরিচয় করিয়ে দেন তাপস মিশ্রের। এমনকী, একটা সময় বেশ কয়েক মাসের বেশি সময় কুন্তলের অফিসে থাকতেন তাপস মিশ্র।
advertisement
ইডি সূত্রে দাবি, তাপস মিশ্রকে জিজ্ঞাসাবাদ করে আর্থিক লেনদেন সম্পর্কে তথ্য জানতে চাইছে তদন্তকারী সংস্থা। কারণ তিনি যাদের হয়ে সুপারিশ করেছিলেন, তারা কাকে টাকা দিয়েছিলেন? সেই টাকায় কারা লাভবান হয়েছে জানা দরকার বলেই মনে করছে ইডি। তাই তাকে তলব করা হয়। তিনি হাজিরা এড়িয়েছেন বলে দাবি ইডির। তাই এবার আইনি পথে হাঁটার প্রস্তুতি ইডির অন্দরে।
advertisement
তদন্তকারী সংস্থা মনে করছে, তাদের হাতে ধৃত কুন্তলের এজেন্ট মারফত আর্থিক লেনদেনের বিষয় হয়ে থাকতে পারে। এজেন্টরা চাকরি প্রার্থীদের সঙ্গে যোগাযোগ রেখে টাকা এনে কুন্তল বা অন্য কারও কাছে পৌঁছে দেওয়ার কাজ করে থাকতে পারেন। তাই তাপস মণ্ডলের পর যখন কুন্তলের হয়ে তাপস মিশ্র কাজ করছিলেন বলে জানা যাচ্ছে, তখন কার কার সাথে কুন্তলের হয়ে যোগাযোগ করেছিলেন তাপস মিশ্র জানতে চাইছে ইডি। একইসঙ্গে তাপস মিশ্র ও কুন্তলের ঘনিষ্ঠতা নিয়েও একাধিক জিজ্ঞাস্য রয়েছে ইডি কর্তাদের মনে।
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
নিয়োগ দুর্নীতিতে হাজিরা এড়িয়েছেন তাপস মিশ্র, আইনি পথে হাঁটার প্রস্তুতি ইডির
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement