#নয়ডা: বিকাশ দুবেকে নিয়ে টানটান নাটকের ইতি৷ এনকাউন্টারেই শেষ পর্যন্ত খতম কুখ্যাত গ্যাংস্টার৷ গতকাল, বৃহস্পতিবার মধ্যপ্রদেশের উজ্জয়নের মহাকাল মন্দিরের কাছ থেকেই গ্রেফতার করা হয় উত্তরপ্রদেশের কানপুরের বিকাশকে৷ এর ২৪ ঘণ্টা যেতে না যেতেই মৃত্যু বিকাশের৷ আজ, শুক্রবার সকালে স্পেশাল টাস্ক ফোর্সের কনভয়ের একটি গাড়ি উল্টে গেলে সেখান থেকে পালানোর চেষ্টা করলে এনকাউন্টারে মৃত্যু হয় গ্যাংস্টার বিকাশ দুবের৷
তবে ৮ পুলিশ খুনে অভিযুক্ত বিকাশ নাকি পালিয়ে বেরানোর সময় ৩ বার পুলিশের কাছে আত্মসমর্পণের আর্জি রেখেছিল৷ এমনই খবর সূত্রের৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি News18-কে জানিয়েছে যে, নয়ডায় এক নামী ক্রিমিনাল আইনজীবীর বাড়িতেই গা ঢাকা দিয়েছিল বিকাশ৷ কারণ আইনজীবীর হাত ধরেই পুলিশের কাছে আত্মসমর্পণের মরিয়া ইচ্ছে ছিল তার৷
নয়ডা পুলিশ বিকাশের আত্মসমর্পণের আর্জি ফিরিয়ে দেয়৷ তারপর বিকাশ পালায় রাজস্থানের কোটায়৷ সেখানেও সারেন্ডার করতে চাওয়া বিকাশকে ফিরিয়ে দেয় পুলিশ৷ তারপর সেখান থেকে পালিয়ে উজ্জয়নের তিওয়ারির সঙ্গে যোগাযোগ করে সে৷ জানা যাচ্ছে, মহাকাল মন্দিরে বিকাশের উপস্থিতির প্ল্যানটা করে তিওয়ারিই৷
দুবের গ্রেফতারের পর থেকে এই নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা৷ বিকাশ আত্মসমপর্ণ করেছিল, নাকি তাকে গ্রেফতার করেছিল পুলিশ এই নিয়ে ধোঁয়াশা ছিল প্রথমে৷ তবে শেষ পর্যন্ত মধ্যপ্রদেশ পুলিশ জানায় যে, বিকাশকে গ্রফতারই করা হয়েছে৷
অন্যদিকে, বুধবার সকালেই উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্সের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছিল কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবের ডানহাত অমর দুবের। বৃহস্পতিবার অর্থাৎ যেদিন বিকাশ ধরে পড়ে সেদিন, এনকাউন্টারে মৃত্যু হয়েছিল আরও দুই বিকাশ ঘনিষ্ঠের। তাদের নাম রনবীর এবং প্ৰভাত মিশ্র।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Encounter, Vikas Dubey