Crime news: দশ বছরের পুরনো শত্রুতার ভয়ঙ্কর প্রতিশোধ! ভোপালে যা ঘটল, পড়ে রইল সারি সারি লাশ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ভোপাল: জমি বিবাদের জেরে ভয়াবহ হত্যাকাণ্ড৷ মধ্যপ্রদেশের ভোপালের মোরেনায় একই পরিবারের ছ জনকে গুলি করে হত্যা করা হল৷ নিহতদের মধ্যে তিন জন মহিলা। গুলিবিদ্ধ অবস্থায় আরও দু জন হাসপাতালে চিকিৎসাধীন।
নৃশংস এই ভিডিও-তে দেখা গিয়েছে, নিরস্ত্র একদল মানুষের উপরে বেশ কয়েকজন রাইফেল থেকে পরের পর গুলি ছুড়ছে। গুলি করার আগে আক্রান্তদের লাঠি দিয়ে বেধড়ক মারাও হয়।
advertisement
জানা গিয়েছে, মোরেনা থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দূরে অবস্থিত লেপা গ্রামে আজ সকাল দশটা নাগাদ এই ঘটনা ঘটেছে। গ্রামের দুই বাসিন্দা ধীর সিং তোমার এবং গজেন্দ্র সিং তোমারের পরিবারের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল। ২০১৩ সালেও ময়লা ফেলা নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বেঁধেছিল৷ সেই সময় ধীর সিং তোমারের পরিবারের দুই সদস্য মারা যায়৷ ওই ঘটনার জেরে গজেন্দ্র সিংয়ের পরিবার গ্রাম ছেড়ে পালিয়েছিল৷
advertisement
এর পর আদালতের বাইরে দুই পরিবার নিজেদের মধ্যে মিটমাট করে নেয়৷ আজই গ্রামে ফিরে এসেছিল গজেন্দ্র সিং তোমারের পরিবার৷ এর পরই ধীর সিং তোমারের পরিবার গজেন্দ্রর পরিবারের উপরে পূর্ব পরিকল্পিত হামলা চালায় বলে অভিযোগ৷
যে ছ জনের মৃত্যু হয়েছে, তাঁঁদের মধ্যে গজেন্দ্র সিং এবং তাঁর দুই ছেলে রয়েছেন৷ পুলিশ জানিয়েছে, পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে৷ ইতিমধ্যেই ৮ জন অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ৷
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 05, 2023 5:25 PM IST