Tiljala Murder: প্রতিবেশী যুবকের ফ্ল্যাটে বস্তায় ভরা নিখোঁজ বালিকার দেহ! শিউরে উঠল তিলজলা

Last Updated:

আদতে বিহারের সমস্তিপুরের বাসিন্দা ৩২ বছর বয়সি অলোক কুমার নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ৷

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
কলকাতা: বাড়ি থেকে ময়লা ফেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল বছর সাতের বালিকা। মেয়ে বাড়িতে ফিরে না আসায় খোঁজ শুরু করে পরিবার। পুলিশে অভিযোগও জানানো হয়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও অবশ্য ওই বালিকার খোঁজ মেলেনি৷ শেষ পর্যন্ত শিশুটি যে আবাসনে থাকত, সেখানকার একটি ফ্ল্যাট থেকেই উদ্ধার হল বালিকার বস্তাবন্দি দেহ৷
নৃশংস এই হত্যাকাণ্ডে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে কলকাতার তিলজলা এলাকায়৷ ওই শিশুটির গলা কেটে খুন করা হয়েছে বলে সূত্রের খবর৷ ঘটনায় মূল অভিযুক্তি অলোক কুমার নাম ৩২ বছরের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷ যদিও কেন ওই বালিকাকে অলোক খুন করল, তা এখনও স্পষ্ট নয়৷ ঘটনার কথা জানাজানি হতেই ওই আবাসনের অন্যান্য বাসিন্দা এবং এলাকার মানুষ তিলজলা থানার বাইরে বিক্ষোভ দেখায়৷ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, তিলজলার শ্রীধর রায় রোডের একটি আবাসনে বাবা-মায়ের সঙ্গে থাকত বছর সাতেকের ওই বালিকা৷ এ দিন বেলা বারোটা নাগাদ মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছে বলে তিলজলা থানায় এসে অভিযোগ জানায় বালিকার বাবা-মা৷ এর পরেই শিশুটির খোঁজ শুরু করে পুলিশ৷ ওই আবাসনে মোট ৩২টি ছোট ছোট ফ্ল্যাট রয়েছে৷ পুলিশ জানিয়েছে, আশেপাশের এলাকায় খোঁজ করার পাশাপাশি ওই আবাসনের অন্যান্য ফ্ল্যাটগুলিতে ঢুকে শুরু হয় তল্লাশি৷
advertisement
তল্লাশি চলাকালীনই আবাসনের তিন তলার বাসিন্দা অলোক কুমারের ফ্ল্যাটে হানা দেয় পুলিশ৷ ফ্ল্যাটের ভিতরে একটি বস্তা দেখে সন্দেহ হয় পুলিশকর্মীদের৷ সেই বস্তা খুলতেই ভিতর থেকে বালিকার গলাকাটা দেহ উদ্ধার হয়৷
বালিকার দেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়৷ আদতে বিহারের সমস্তিপুরের বাসিন্দা ৩২ বছর বয়সি অলোক কুমার নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ৷ কেন সে ওই বালিকাকে খুন করল, তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷ পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্টের জন্যও পুলিশ অপেক্ষা করছে৷ নিছক কোনও প্রতিহিংসা, নাকি শিশুটির উপরে যৌন নির্যাতন করে তাকে খুন করা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Tiljala Murder: প্রতিবেশী যুবকের ফ্ল্যাটে বস্তায় ভরা নিখোঁজ বালিকার দেহ! শিউরে উঠল তিলজলা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement