Crime News: জন্মের কয়েক ঘণ্টা পরই হাসপাতাল থেকে উধাও শিশু, খোঁজ মিলল সুদূর বোকারোতে! চাঞ্চল্যকর ঘটনা
- Published by:Raima Chakraborty
- local18
Last Updated:
Crime News: জন্মের কয়েক ঘন্টা পরে, হাসপাতালের সহকারী তাকে সাড়ে চার লক্ষ টাকায় বিক্রি করে দেয় বলে অভিযোগ।
বোকারো: ছাত্রার শারদ হাসপাতাল থেকে নিখোঁজ নবজাতককে বুধবার বোকারো থেকে উদ্ধার করা হয়েছে। তার জন্মের কয়েক ঘন্টা পরে, হাসপাতালের সহকারী তাকে সাড়ে চার লক্ষ টাকায় বিক্রি করে দেয় বলে অভিযোগ। হাজারিবাগের দম্পতি বীরেন্দ্র কুমার ও রীনা দেবী সাড়ে চার লাখ টাকা দিয়ে শিশুটিকে দত্তক নেন।
মামলায় সাড়ে চার লাখ টাকা নেওয়ার অভিযোগ তিন দালাল ও হাসপাতালের এক কর্মীর বিরুদ্ধে। অভিযোগ পেয়ে ছাতরা থেকে সাহিয়া নামে ওই কর্মী ও এক দালালকে আটক করে পুলিশ। তাদের সহযোগিতায় বোকারো থেকে শিশুটিকে দত্তক নেওয়া দম্পতি এবং একজন দালালকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: ১১৪০০০০০! IIM ছাত্রের নতুন চাকরির বেতন, গুণতে গুণতে ক্লান্ত হয়ে যাবেন
পুলিশের দাবি, ছাতরা সদর থানার ডিভা মহলের বাসিন্দা আশা দেবী সদর হাসপাতালে এক পুত্রসন্তানের জন্ম দেন। তার জন্মের পরপরই হাসপাতালের এক কর্মী তাকে বেড়াতে নিয়ে যাওয়ার অজুহাতে বিক্রি করে দেয় বলে অভিযোগ। জানতে চাইলে সে আজেবাজে কথা বলতে থাকে। বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন আশা দেবী।
advertisement
advertisement
আরও পড়ুন: অনলাইনে ট্রেনের টিকিট বুকিং করুন আরও সহজে, জানুন IRCTC-র নতুন নিয়ম
এরপর ছাতরা থানা পুলিশ ব্যবস্থা নিয়ে সাহিয়া ও এক দালালকে আটক করে। তারপর বোকারোর আরেক দালাল এবং দত্তক নেওয়া দম্পতিকে আটক করা হয়েছে। ছাতরা পুলিশ নিখোঁজ নবজাতককে বোকারো থেকে ছাতরায় আটক দম্পতি ও দালাল-সহ নিয়ে গিয়েছে। সেখানেই আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
advertisement
মৃত্যুঞ্জয় কুমার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 23, 2023 1:56 PM IST