Bangla News|| বৌদিকে প্রেমের প্রস্তাব, সম্মতি না মেলায় এ কী ঘটাল যুবক! তোলপাড় ঝাড়গ্রাম

Last Updated:

Bangla News: সম্পর্কিত বৌদিকে হত্যার অভিযোগে পুলিশ গ্রেফতার করল যুবককে। প্রেম প্রস্তাবে সাড়া না পেয়ে খুনের অভিযোগ।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
ঝাড়গ্রামঃ বৌদিকে হত্যার অভিযোগে পুলিশ গ্রেফতার করল যুবককে।প্রেম প্রস্তাবে সাড়া না পেয়ে খুনের অভিযোগ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই যুবকের নাম রঞ্জিত মান্ডি, বাড়ি লাউদহ গ্রামে। এ দিন ধৃত ব্যক্তিকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল সাঁকরাইল থানার লাউদহ গ্রামের মঙ্গলবাঁধ খাালের পাশ থেকে পূর্ণিমা মান্ডির দেহ উদ্ধার করে পুলিশ। ছাগল চরাতে গিয়েছিলেন জঙ্গলে, তারপর সকাল আট'টা নাগাদ তাঁকে গাছের তলায় পড়ে থাকতে দেখেন এলাকায়। মানুষ পূর্ণিমা মান্ডির ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে রয়েছে দেখে খবর দেয় পরিবারকে। এরপর তার পরিবারের লোকজন গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ চলন্ত ব্রেক ডান্স দোলনা থেকে ছিটকে পড়লেন যুবতী! তারপর যা ঘটল...! অবিশ্বাস্য
এই ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হলে সাঁকরাইল থানার পুলিশ প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেন। পরে ২১ এপ্রিল অর্থাৎ শুক্রবার মৃতার স্বামী রঞ্জিত মান্ডির নামে সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ এই অভিযোগ পাওয়ার পর এই তদন্ত শুরু করেন। পরের দিনই রাতেই অভিযুক্ত রঞ্জিত মান্ডিকে গ্রেফতার থানায় নিয়ে আসেন। ধৃত রঞ্জিত মান্ডি পুলিশের কাছে শিকার উক্তি দেয়, সে খুন করেছেন। এ দিন ধৃত যুবককে ঝাড়্গ্রাম আদালতে তোলেন পুলিশ তাকে আদালত চারদিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
advertisement
অপরদিকে, তাঁকে হেফাজতে নেওয়ার পরেই সে খুন করার জন্য যে অস্ত্রের ব্যবহার করে ছিল, তা উদ্ধার হয়। এই বিষয় গোপীবল্লবপুরের ডিএসপি সব্যসাচী ঘোষ বলেন, তাদের দু'জনের মধ্যে দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্ক থেকে মহিলা পূর্ণিমা মান্ডি বেরিয়ে আসার চেষ্টা করছিলেন তাই তাকে খুন করে রঞ্জিত। সেই ঘটনার তদন্ত করছিল পুলিশ গত ২১ তারিখ মৃতের স্বামী লিখিত অভিযোগ করার পরেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আজ তাকে আদালতে পেশ করলে চারদিন পুলিশ হেপাজতের নির্দেশ দেন আদালত আমাদের কিছু তদন্ত ছিল তাই তাকে নিজেদের হেপাজতের আবেদন করা হয়েছিল।
advertisement
রাজু সিং
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Bangla News|| বৌদিকে প্রেমের প্রস্তাব, সম্মতি না মেলায় এ কী ঘটাল যুবক! তোলপাড় ঝাড়গ্রাম
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement