Bangla News|| চলন্ত ব্রেক ডান্স দোলনা থেকে ছিটকে পড়লেন যুবতী! তারপর যা ঘটল...! অবিশ্বাস্য
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Pranab kumar Banerjee
Last Updated:
Bangla News: ইদের নামাজ শেষ করে বান্ধবীদের সঙ্গে ভগবানগোলা থানার মহিষাস্থলী এলাকায় মেলায় এসেছিল ভাবিয়া। বন্ধুদের সঙ্গেই ব্রেক ডান্সে চেপেছিলেন। সেখান থেকেই পড়ে মৃত্যু হয় তাঁর।
ভগবানগোলাঃ ইদের দিনে মেলায় ঘুরতে এসে ব্রেক ডান্সে চেপেছিলেন। সেই সময় চলন্ত অবস্থায় সেলফি তুলতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবতীর। ঘটনাটি ঘটেছে ভগবানগোলা থানার মহিষাস্থলী এলাকায়। মৃত যুবতীর নাম ভাবিয়া সুলতানা। ভগবানগোলা থানার পুলিশ গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে। কানাপুকুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং পরে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হলে রাস্তাতেই মৃত্যু হয় তাঁর। পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।
ইদের নামাজ শেষ করে বান্ধবীদের সঙ্গে ভগবানগোলা থানার মহিষাস্থলী এলাকায় মেলায় এসেছিল ভাবিয়া। বন্ধুদের সঙ্গেই ব্রেক ডান্সে চেপেছিলেন। কিন্তু ব্রেক ডান্স ঘুরতে শুরু করলে চলন্ত অবস্থায় দাঁড়িয়ে সেলফি তুলতে যায় ওই যুবতী। আর তখনই চলন্ত ব্রেক ডান্স থেকে ছিটকে নীচে পড়ে যান।
advertisement
আরও পড়ুনঃ কমেছে গরম, সোমবার থেকে খুলবে স্কুল-কলেজ? বড় সিদ্ধান্ত জানাল শিক্ষা দফতর
ভগবানগোলা থানার পুলিশ গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি ওই যুবতীকে উদ্ধার করে কানাপুকুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু রাস্তাতেই মৃত্যু হয় যুবতীর। আপাতত প্রশাসনের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে মেলা। ইদের দিনে মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা। এলাকার বাসিন্দা একতার হোসেন বলেন, মেয়েটি ব্রেক ডান্সে উঠে সেলফি তুলছিল। আর তখনই এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও মেয়েটিকে বাঁচানো যায়নি।
advertisement
মেলা কমিটির সদস্য মিনারুল সেখ বলেন, হঠাৎই খবর পাই একটি মেয়ে ব্রেক ডান্স থেকে পড়ে গিয়েছে। তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। উৎসবের দিনে এই দুর্ঘটনা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক। ইদের দিনে মেলায় ঘুরতে এসে ব্রেক ডান্সে চেপে চলন্ত অবস্থায় সেলফি তুলতে গিয়ে মৃত্যু হল এক যুবতীর। ঘটনাটি ঘটেছে ভগবানগোলা থানার মহিষাস্থলীতে। মৃত যুবতীর নাম ভাবিয়া সুলতানা।
advertisement
ভগবানগোলা থানার পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। কানাপুকুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং পরে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হলে রাস্তাতেই মৃত্যু হয় তার। পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
Pranab Kumar Banerjee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 23, 2023 12:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News|| চলন্ত ব্রেক ডান্স দোলনা থেকে ছিটকে পড়লেন যুবতী! তারপর যা ঘটল...! অবিশ্বাস্য