অভিনব কায়দাতে ই-সিম ব্যবহার করে ব্যাঙ্ক জালিয়াতি 

Last Updated:

কীভাবে জালিয়াতরা অভিনব কায়দাতে টাকা গায়েব করছে?

#কলকাতা:   অভিনব  কায়দাতে  ই - সিমের মাধ্যমে সিম swap করে sms ব্লাস্ট এর মাধ্যমে  ব্যবসায়ীর ৮৪ লক্ষ টাকা গায়েবের অভিযোগ  সাইবার জালিয়াতদের  বিরুদ্ধে | সল্টলেকের ওই ব্যাবসায়ীর অনলাইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে রহস্যজনক ভাবে ৮৪ লক্ষ টাকা উধাও | হেয়ারস্ট্রিটে  বেসরকারি  অনলাইন কারেন্ট ব্যাঙ্ক  অ্যাকাউন্ট থেকে ৮৪ লক্ষ টাকা উধাও  | হেয়ারস্ট্রিট এ অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী শিবরাম আরোরা   |
ওই ব্যাবসায়ী জানান,  "তিন দিন ধরে লাগাতার ফোনে সিম কনভার্ট  করতে চান কিনা এধরণের এসএমএস  আসে |  এমনকি 500 sms  আসে বলেও অভিযোগ | তারপরই  মোবাইলের টাওয়ার গায়েব হঠাৎ | মঙ্গলবার ব্যবসার কাজে অনলাইন ট্রানজাকশন করার সময় দেখেন অ্যাকাউন্ট থেকে গায়েব ৮৪ লক্ষ টাকা|"  এরপর  হেয়ারস্ট্রিট এলাকায় ওই বেসরকারি ব্যাঙ্কের কাছে ওই ব্যবসায়ী খোঁজ নেন | জানতে পারেন ৮৪ লক্ষ টাকা ব্যাঙ্ক জালিয়াতরা ওই টাকা হাতিয়েছে | এরপরই  তিনি হেয়ারস্ট্রিট  থানায় অভিযোগ করেন | এবার সেই ঘটনায়  হেয়ার স্ট্রিট থানা থেকে তদন্তভার হাতে নিল কলকাতা পুলিশের অ্যান্ট ব্যাঙ্ক ফ্রড সেকশনের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা |
advertisement
কীভাবে  জালিয়াতরা অভিনব কায়দাতে  টাকা গায়েব করছে?
জালিয়াতরা ই - সিমের ( ভার্চুয়াল সিম ) মাধ্যমে সিম swap এর মাধ্যমে টাকা উধাও করছে | তদন্তকারীদের অনুমান, জালিয়াতরা ডার্ক ওয়েব, বা সোশ্যাল সাইটের মাধ্যমে  ইমেল আইডি, ফোন নম্বর ডেটা  জোগাড় করে | এরপর প্রতারক  নির্দিষ্ট সার্ভিস  প্রোভাইডারকে  বলে  সে ই-সিম e কনভার্ট করতে  চায় | এই রিকোয়েস্ট  email / sms মাধ্যম e সার্ভিস প্রোভাইডারকে পাঠায় প্রতারক ৷  ফিজিক্যাল  সিম থেকে ই-সিম ই-কনভার্ট জন্য রিকোয়েস্ট পাঠানো হয় | সার্ভিস প্রোভাইডার  এরপর  মোবাইলে sms পাঠাবে যে  ই সিম কনভার্ট  করতে চায় কিনা |  এরপর  নো করলে কিছু হবে না | কিন্তু জালিয়াতরা বারবার ই সিম কনভার্ট জন্য রিকোয়েস্ট  পাঠাতেই থাকে সার্ভিস প্রোভাইডারকে |তখন সার্ভিস প্রোভাইডারও বারবার  ফোনে sms পাঠায় ই সিম কনভার্ট করতে চায় কিনা | একসঙ্গে  প্রায় 500 sms ঢুকতে থাকে যাকে বলে " sms blasting" ৷
advertisement
advertisement
এরপর ভুল বসত  পাঠানো sms এ yes করলে তার মানে ই সিম কনভার্ট করতে রাজি  ৷ তখন  সার্ভিস প্রোভাইডার victim এর থেকে বার্তা পাওয়া মাত্র  প্রতারকদের ( হ্যাক কড়া email e )  Qr কোড  পাঠায় ৷ এরপর প্রতারকরা QR কোড  স্ক্যান করে নিলেই প্রতারকদের ফোনে ই -সিম active  হয়ে যাবে ৷ এবং ফোনের টাওয়ার চলে যাবে ৷ ফলে প্রতারকদের ফোনে তখন sms, otp বাকি  সব কিছু আসতে থাকবে ৷ প্রতারকরা অনলাইন ব্যাঙ্কিং  সিস্টেম  e গিয়ে  forgot পাসওয়ার্ড  দিলে  ব্যাঙ্ক থেকে registered  নম্বরে  ( যা কিনা প্রতারকদের  হাতে e-sim ওই  রেজিস্টারের  নম্বর  ) OTP  পাঠাবে, যা  কিনা তখন জালিয়াতদের হাতে রয়েছে  ৷ এরপর জালিয়াতরা অনলাইন ব্যাঙ্কিং  থেকে  আনুমানিক ১৩ টা  ট্রানজাকশন করে  প্রায় ৮৪ লক্ষ টাকা হাতিয়ে নেয় | অথচ  গুনাক্ষরে  তা  টের পাবে না কাস্টমার ৷
advertisement
মঙ্গলবার  ওই ব্যাবসায়ী  যখন অনলাইন  ট্রানজাকশান  করতে যায় তখন দেখে টাকা উধাও | এরপর হেয়ারস্ট্রিট বেসরকারি  ব্যাঙ্কে খোঁজ নিয়ে জানতে পারে প্রতারক ৮৪   লক্ষ টাকা গায়েব করেছে অনলাইন ব্যাঙ্কিং থেকে | এরপর হেয়ার স্ট্রিট  থানায় অভিযোগ করে ওই ব্যাবসায়ী | পুলিশের অনুমান, এর পিছনে বড় র‍্যাকেট কাজ করছে | কলকাতার বাইরে বসে এই গ্যাং অপারেট করছে |
advertisement
পুলিশ সুত্রে খবর, গত ৩১ জুলাই থেকে ২ অগাস্ট পর্যন্ত টানা  500 টি sms আসে| তখনই  এই  ঘটনা ঘটে বলে অনুমান | এধরণের  ক্ষেত্রে জালিয়াতরা টার্গেট করে এমন দিনে যার পরের দিন ব্যাঙ্ক যেদিন বন্ধ থাকবে তার আগে রাত থেকে এই অপারেশন চালানো হয় | তদন্তকারীরা ইতিমধ্যেই কলকাতার বাইরে কয়েকটি অ্যাকাউন্টের খোঁজ পেয়েছে |  যেখানে ওই টাকা একাধিক অ্যাকাউন্টে গিয়ে ঢুকেছে | গোয়েন্দারা  তাদের খোঁজ করছে | যে  sms গুলো  এসেছে  ওই ব্যাবসায়ীর ফোনে  সেক্ষেত্রে সার্ভিস প্রোভাইডার  সঙ্গেও তদন্তকারীরা  কথা বলবেন |  ই সিম চক্রে কারা জড়িত? এই গ্যাংয়ের জাল কতদূর বিস্তার?  এরকম কি আরো অনেকে প্রতারিত  হয়েছেন? গোয়েন্দারা সব দিক খতিয়ে দেখছেন |
বাংলা খবর/ খবর/ক্রাইম/
অভিনব কায়দাতে ই-সিম ব্যবহার করে ব্যাঙ্ক জালিয়াতি 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement