Murshidabad News: মনপসন্দ সোনার গয়না না দিতে পারায় বধূকে 'খুন'! ফরাক্কায় ভয়াবহ ঘটনা

Last Updated:

এক ভরি সোনার গয়না না দিতে পারায় গৃহবধূকে মেরে ফেলার অভিযোগ উঠল শ্বশুর-শাশুড়ি এবং জামাইয়ের বিরুদ্ধে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#মুর্শিদাবাদ: এক ভরি সোনার গয়না না দিতে পারায় গৃহবধূকে মেরে ফেলার অভিযোগ উঠল শ্বশুর-শাশুড়ি এবং জামাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ফরাক্কায়। পুলিশ সূত্রে জানা যায়, মৃত গৃহবধূর নাম সাবেদা খাতুন। বয়স ১৮ বছর। বাবার বাড়ি সামশেরগঞ্জ থানার মালঞ্চ গ্রামে।
মৃতের বাবার অভিযোগ, প্রায় দশ মাস আগে তার মেয়ের সাবেদা খাতুনের বিয়ে হয়েছিল ফরাক্কার ব্রাহ্মণগ্রামের বাসিন্দা রবিউল সেখের সঙ্গে। বেশ কিছুদিন পর থেকেই শ্বশুরবাড়িতে তার মেয়ের উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাতে। প্রায় একমাস আগে তার মেয়েকে এক ভরি সোনার মালা আনতে বলে তার শ্বশুরবাড়ির লোকজন বলে অভিযোগ। সেই সোনার গয়না না দেওয়ার কারণেই তার উপর অত্যাচার প্রচন্ড বেড়ে যায়।
advertisement
আরও পড়ুন: বড়দিনের সাজে সেজে উঠছে বহরমপুর, পর্যটকদের নয়া আকর্ষণ ক্যাথলিক চার্চ
বাবা মায়ের মুখের দিকে দেখে মেয়ে সব অত্যাচার মুখ বুঝে সহ্য করত। মেয়েটির বাবার দাবি, বেশ কয়েকদিন আগে মেয়ের উপর চরম অত্যাচার করে শ্বশুরবাড়ির লোকজন। সেই কথা শুনে বৃহস্পতিবার মেয়ের শ্বশুর বাড়ি গিয়ে তাদের পারিবারিক ঝামেলা মিটিয়ে বাড়ি আসি। আর তার পরেই শুক্রবার গ্রামবাসীর মুখে খবর পায় যে তার মেয়ে মৃত অবস্থায় বারান্দায় পড়ে রয়েছে। মেয়ের শ্বশুরবাড়ি গিয়ে দেখি মেয়ে তার শ্বশুরবাড়ির বারান্দায় পড়ে আছে এবং তার গলায় ফাঁস দেওয়ার মতো দাগ হয়ে আছে।
advertisement
advertisement
আরও পড়ুন: পৌষ অমাবস্যার কালী পুজোয় ভোগ দেওয়া হয় মূলো, বাগনানের জাগ্রত মন্দিরে উপচে পড়ছে ভিড়
ঘটনার খবর ফরাক্কা থানায় দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা থানার পুলিশ। মেয়েকে নিয়ে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে জঙ্গিপুর ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় মৃতের বাবা শুকরুদ্দিন সেখ ফরাক্কা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে শ্বশুর-শাশুড়ি এবং জামাইয়ের বিরুদ্ধে। তার মেয়েকে মেরে ফেলেছে বলে লিখিত অভিযোগ করেছে। লিখিত অভিযোগ পাওয়ার পর ফরাক্কা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারজুড়ে।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Murshidabad News: মনপসন্দ সোনার গয়না না দিতে পারায় বধূকে 'খুন'! ফরাক্কায় ভয়াবহ ঘটনা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement