Mumbai Rape: মুম্বইয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা টেম্পোয় ধর্ষিতা তরুণী, অবস্থা আশঙ্কাজনক

Last Updated:

ফের দেশের মেট্রো শহরে (Mumbai) পৈশাচিক অত্যাচারের শিকার তরুণী ৷ অভিযোগ, মুম্বইয়ের শহরতলি সকি নাকা (Saki Naka) এলাকায় ধর্ষণের পর ৩০ বছর বয়সি এক তরুণীর যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেওয়া হয় ৷

মুম্বই : ফের দেশের মেট্রো শহরে পৈশাচিক অত্যাচারের শিকার তরুণী ৷ অভিযোগ, মুম্বইয়ের শহরতলি সকি নাকা (Saki Naka) এলাকায় ধর্ষণের পর ৩০ বছর বয়সি এক তরুণীর যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেওয়া হয় ৷ পুলিশ জানিয়েছে শুক্রবার এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক জনকে ৷
মুম্বই পুলিশ (Mumbai Police) জানিয়েছে, সকি নাকা অঞ্চলে রাস্তার ধারে পার্ক করে রাখা একটি টেম্পোয় নারকীয় অত্যাচার চালানো হয় নির্যাতিতার উপর৷ শুক্রবার কাকভোরে তাদের কাছে খবর আসে, একজন পুরুষ ও মহিলা ধস্তাধস্তি করছে ৷ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা টেম্পোয় পড়ে আছেন রক্তাক্ত যুবতী ৷ রাজওয়াড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে ৷ করা হয় ডাক্তারি পরীক্ষাও ৷ এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে ৷’’ নির্যাতিতার অস্ত্রোপচার করা হয়েছে ৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক ৷
advertisement
আরও পড়ুন : দেশজুড়ে ৪৬ শতাংশ বৃদ্ধি মহিলাদের প্রতি অপরাধ, শীর্ষে উত্তরপ্রদেশ!
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ৪২ বছর বয়সি মোহন চহ্বানকে গ্রেফতার করা হয়েছে ৷ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ ধর্ষণকাণ্ডের তদন্ত এখনও চলছে ৷ এই ঘটনায় আরও কয়েক জন জড়িত থাকতে পারে বলে ধারণা তদন্তকারীদের ৷ যে টেম্পোয় ঘটনা ঘটেছে, সেখানে পরীক্ষা করে রক্তের দাগ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷
advertisement
advertisement
আরও পড়ুন : মায়ের সাড়া না পেয়ে ছেলে চলে গেল কলকাতায়! কিন্তু কেন? কালনায় শিক্ষিকার রহস্য মৃত্যুতে বাড়ছে ধোঁয়াশা
মুম্বইয়ের এই ঘটনা মনে করিয়ে দিয়েছে ৯ বছর আগে দিল্লির নির্ভয়াকাণ্ড ৷ ২০১২ সালের ডিসেম্বরে চলন্ত বাসে গণধর্ষণ করা হয় এক তরুণীকে ৷ চরম অত্যাচার চালানো হয় তাঁর সঙ্গী পুরুষবন্ধু উপর ৷ সিনেমা দেখে ফেরবার পথে আক্রান্ত হয়েছিলেন তাঁরা ৷  চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে কিছু দিন পর মারা যান নির্ভয়া ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Mumbai Rape: মুম্বইয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা টেম্পোয় ধর্ষিতা তরুণী, অবস্থা আশঙ্কাজনক
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement