Chakdaha Murder|| পথের কাঁটা সরাতে দ্বাদশ পড়ুয়া মেয়ের এ কী করল মায়ের প্রেমিক? লজ্জায় মাথা হেঁট চাকদহের

Last Updated:

Chakdaha Murder Case: মায়ের প্রেমিকের হাতে খুন দ্বাদশ শ্রেণীর ছাত্রী লিপিকা মণ্ডল। দীর্ঘদিন থেকে লিপিকার মা সুন্দরী মণ্ডলের সঙ্গে সুজিত বিশ্বাসের অবৈধ সম্পর্ক ছিল।

+
চাকদহে

চাকদহে খুন

চাকদহ: মায়ের প্রেমিকের হাতে খুন দ্বাদশ শ্রেণীর ছাত্রী লিপিকা মণ্ডল। নৃশংস এই ঘটনায় কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবার। নদিয়ার চকদহের দুবড়া জিপির খামার পাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুর ১২'টা নাগাদ। লিপিকার জেঠিমা কানন মণ্ডলে অভিযোগ, মৃতার বাবা অনেক আগেই আত্মহত্যা করেন মা সুন্দরী মণ্ডলের কারণে।
অভিযোগ, দীর্ঘদিন থেকে লিপিকার মা সুন্দরী মণ্ডলের সঙ্গে এলাকারই বাসিন্দা সুজিত বিশ্বাসের অবৈধ সম্পর্ক ছিল। লিপিকা জানতে পারার পর থেকে মাকে নিষেধও করে একাধিকবার। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি। এ দিন মায়ের সঙ্গে মাঠে গিয়েছিল লিপিকা। অভিযোগ, সেই সময়ই অতর্কিতে লিপিকাকে আক্রমন করা হয়। দা নিয়ে তাঁর ওপরে ঝাঁপিয়ে পড়েন মায়ের প্রেমিক সুজিত। মাথায় ও হাতে কোপ মারে। একাধিক কোপে লিপিকার হাতের কব্জি খুলে যায়। এরপরেই ঘটনাস্থল থেকে অভিযুক্ত সুজিত বিশ্বাস পালিয়ে যায়।
advertisement
আরও পড়ুনঃ ক্ষণে ক্ষণে বদলাচ্ছে রূপ! সপ্তাহান্তে কেমন থাকবে পুরুলিয়ার আবহাওয়া? জানুন পূর্বাভাস
প্রতিবেশীরা জানতে পেরে পড়ুয়াকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষনা করেন। জানা গিয়েছে, লিপিকা তাঁর কাকা ও জেঠ্যুর কাছে মানুষ। চাকদহ বিষ্ণুপুর হাইস্কুলের দ্বাদশ শ্রেনিতে পড়ত। এ দিন ঘটনাস্থলে আসে চাকদহ থানার পুলিশ। লিপিকার মা সুন্দরী মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে চাকদহ থানার পুলিশ।
advertisement
advertisement
জেঠিমা কানন মণ্ডল বলেন, "মায়ের কোনও ষড়যন্ত্র ছিল, তা না হলে মায়ের গায়ে কোপ না মেরে মেয়ের গায়ে কী করে পড়ল? আমরা সুন্দরী মণ্ডল ও সুজিত বিশ্বাসের কঠোর শাস্তি চাই। ফাঁসি হোক।" এ দিনের ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Chakdaha Murder|| পথের কাঁটা সরাতে দ্বাদশ পড়ুয়া মেয়ের এ কী করল মায়ের প্রেমিক? লজ্জায় মাথা হেঁট চাকদহের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement