Extra Marital Affair|| মা এমনও হয়! অবৈধ প্রেম জেনে ফেলেছিল একমাত্র মেয়ে, নৃশংস শাস্তিতে হতবাক গোটা গ্রাম
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Cooch behar crime: মায়ের অবৈধ সর্ম্পকের বিষয়ে জেনে ফেলেছিল মেয়ে। আর তার জেরেই মর্মান্তিক পরিণতি হল যুবতীর। রীতিমত বাটাম দিয়ে পিটিয়ে খুন করা হল যুবতীকে। এমনই অভিযোগ যুবতীর মায়ের বিরুদ্ধে।
চ্যাংরাবান্ধা: মায়ের অবৈধ সর্ম্পকের বিষয়ে জেনে ফেলেছিল মেয়ে। আর তার জেরেই মর্মান্তিক পরিণতি হল যুবতীর। রীতিমত বাটাম দিয়ে পিটিয়ে খুন করা হল যুবতীকে। এমনটাই অভিযোগ উঠেছে ওই যুবতীর মায়ের বিরুদ্ধে। খবর প্রকাশ্যে আসতেই এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন প্রতিবেশীরা। গোটা ঘটনায় রীতিমতো তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে।
কোচবিহারের চ্যাংরাবান্ধা এলাকার এই ঘটনা সকলকে অবাক করে তুলছে বারবার। একজন মা এতটা নিষ্ঠুর ভাবে মেয়েকে মারতে পারেন বলেও অনেকে প্রশ্ন তুলছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবতীর নাম অর্পিতা মল্লিক (২৩)। বুধবার মৃত ওই যুবতীর কাকা বিমল মল্লিক গোটা এই বিষয়টি নিয়ে মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। ইতিমধ্যেই অভিযোগ পেয়ে গোটা এই ঘটনার তদন্ত শুরু করেছে মেখলিগঞ্জ থানার পুলিশ।
advertisement
advertisement
মৃত যুবতীর কাকা বিমল মল্লিক জানিয়েছেন, আলিপুরদুয়ারের মাদারিহাট থানা এলাকার এক বাসিন্দা সামসের আলমের সঙ্গে দুর্গা মল্লিকের দীর্ঘদিন থেকে অবৈধ সম্পর্ক রয়েছে। এই অবৈধ সম্পর্ক জেনে ফেলেছিল অর্পিতা। এরপরেই সামসের ও দুর্গা মিলে অর্পিতাকে বাটাম দিয়ে পিটিয়ে খুন করেছে। পুলিশ জানিয়েছে, সোমবার বিকেলের দিকে বিমল, তাঁর দাদা বলরামের বাড়ি থেকে আচমকা একটি চিৎকার শুনতে পান। তিনি সেখানে গিয়ে দেখেন বৌদি দুর্গা মল্লিক এবং সামসের আলম নামে ওই ব্যক্তি মিলে অর্পিতাকে শাল কাঠের বাটাম দিয়ে মারধর করছেন। অর্পিতা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন মেঝের উপরে।
advertisement
এ দিন তরুণীর চিৎকার শুনে প্রতিবেশীরাও সেখানে ছুটে আসেন। সকলের সহযোগিতায় অর্পিতাকে দ্রুত চিকিৎসার জন্য দ্রুত চ্যাংরাবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অর্পিতার অবস্থা আশঙ্কাজনক থাকার কারণে তাঁকে অন্যত্র রেফার করা হয় সেখান থেকে। তারপরেই মঙ্গলবার শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে অর্পিতার মৃত্যু হয়।
Sarthak Pandit
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 16, 2023 9:32 AM IST