জলাশয় থেকে উদ্ধার বস্তাবন্দী দুধওয়ালার দেহ
Last Updated:
কারা এই ঘটনায় যুক্ত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে পরিবার।
#রায়গঞ্জ: সুভাষগঞ্জের জলাশয় থেকে উদ্ধার হল এক ব্যাক্তির বস্তাবন্দী মৃতদেহ। অমল ঘোষ নামের ওই ব্যক্তি ৬ দিন নিখোঁজ ছিলেন বলে জানা গিয়েছে৷ রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে,গত শনিবার রাত থেকে অমলবাবুকে পাওয়া যাচ্ছিল না। পুলিশের কাছে নিখোঁজ ডাইরি করা হয়েছিল। অমলবাবুর বাড়ি সুভাষগঞ্জের ঘোষ পাড়ায়। পেশায় দুধ বিক্রেতা ছিলেন তিনি৷ পরিবারের অনুমান দুস্কৃতীরা তাকে খুন করে বস্তাবন্দি করে জলে ফেলে দেওয়া হয়েছে৷ কারা এই ঘটনায় যুক্ত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে পরিবার। পুলিশী তদন্ত শুরু হয়েছে।
advertisement
রায়গঞ্জে এই ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
advertisement
Location :
First Published :
July 26, 2019 4:21 PM IST