Facebook LIVE করে আত্মহত্যা মেট্রো কর্মচারীর !

Facebook LIVE করে আত্মহত্যা মেট্রো কর্মচারীর !

মৃত ব্যক্তি ২৪ পরগণা জেলার শুভঙ্কর চক্রবর্তী (২৭) ৷

  • Share this:

#নয়াদিল্লি: দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের (DMRC) এক কর্মচারী রবিবার তার ভাড়ার বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ৷ আত্মহত্যা করার সময় পুরো ঘটনাটি ফেসবুক লাইভ করেন তিনি ৷ মৃত ব্যক্তি ২৪ পরগণা জেলার শুভঙ্কর চক্রবর্তী (২৭) ৷

পুলিশ জানিয়েছেন যে দিল্লিতে তার ভাড়া বাড়ি থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি ৷ জানা গিয়েছে, দু’দিন আগে তার বাবা দেখা করতে এসেছিলেন ৷ সেই সময় তাদের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয় ৷ তবে এই কারণেই আত্মহত্যা কিনা সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷ তবে কেউ তার আত্মহত্যার বিষয় নিয়ে কোনও সন্দেহ প্রকাশ করেনি ৷

ফেসবুক লাইভে দেখা গিয়েছে, DMRC-র ইউনিফর্ম পরে কুলারের উপরে উঠে গলায় ফাঁস লাগাচ্ছেন ৷ এক দু’বার সংস্থার পরিচয় পত্র দেখেন ৷ সূত্রের খবর শুভঙ্কর জুন মাসে DMRC-র চাকরি শুরু করেছিলেন ৷

শুভঙ্করের বন্ধু সূর্যকান্ত দাস সকাল প্রায় ৯টা ৫ মিনিটে থানায় খবর দেয় ৷ শুভঙ্কর জানান যে তাদের আরেক বন্ধু আকাশ সকাল প্রায় ৮টা নাগাদ লাইভ ভিডিওটি দেখেন ৷ পুলিশের তরফে শুভঙ্করের পরিবারকে খবরটি জানানো হয়েছে ৷

First published: August 12, 2019, 9:58 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर