Facebook LIVE করে আত্মহত্যা মেট্রো কর্মচারীর !

Last Updated:

মৃত ব্যক্তি ২৪ পরগণা জেলার শুভঙ্কর চক্রবর্তী (২৭) ৷

#নয়াদিল্লি: দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের (DMRC) এক কর্মচারী রবিবার তার ভাড়ার বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ৷ আত্মহত্যা করার সময় পুরো ঘটনাটি ফেসবুক লাইভ করেন তিনি ৷ মৃত ব্যক্তি ২৪ পরগণা জেলার শুভঙ্কর চক্রবর্তী (২৭) ৷
পুলিশ জানিয়েছেন যে দিল্লিতে তার ভাড়া বাড়ি থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি ৷ জানা গিয়েছে, দু’দিন আগে তার বাবা দেখা করতে এসেছিলেন ৷ সেই সময় তাদের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয় ৷ তবে এই কারণেই আত্মহত্যা কিনা সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷ তবে কেউ তার আত্মহত্যার বিষয় নিয়ে কোনও সন্দেহ প্রকাশ করেনি ৷
advertisement
ফেসবুক লাইভে দেখা গিয়েছে, DMRC-র ইউনিফর্ম পরে কুলারের উপরে উঠে গলায় ফাঁস লাগাচ্ছেন ৷ এক দু’বার সংস্থার পরিচয় পত্র দেখেন ৷ সূত্রের খবর শুভঙ্কর জুন মাসে DMRC-র চাকরি শুরু করেছিলেন ৷
advertisement
শুভঙ্করের বন্ধু সূর্যকান্ত দাস সকাল প্রায় ৯টা ৫ মিনিটে থানায় খবর দেয় ৷ শুভঙ্কর জানান যে তাদের আরেক বন্ধু আকাশ সকাল প্রায় ৮টা নাগাদ লাইভ ভিডিওটি দেখেন ৷ পুলিশের তরফে শুভঙ্করের পরিবারকে খবরটি জানানো হয়েছে ৷
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Facebook LIVE করে আত্মহত্যা মেট্রো কর্মচারীর !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement