Habra Murder: 'স্ত্রীকে খুন করেছি!' প্রতিবেশীকে জানিয়েই উধাও স্বামী, ট্রেন ধরার আগেই পুলিশের জালে

Last Updated:

স্থানীয়রা জানাচ্ছেন, মঙ্গলবার রাতে রীনাদেবী ফিরতেই স্বামীর সঙ্গে তাঁর তুমুল অশান্তি শুরু হয়। এর পর অবশ্য় কিছুক্ষণ পর সব শান্ত হয়ে যায়।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#জিয়াউল আলম, হাবড়া: প্রতিবেশীর বাড়িতে গিয়ে হঠাৎই জানালেন, স্ত্রীকে খুন করেছেন। হাবড়ার বাটাপাড়া এলাকার বাসিন্দা প্রৌঢ়ের মুখে এমন কথা শুনে স্বভাবতই আঁতকে উঠেছিলেন তাঁর প্রতিবেশীরা। যদিও কেউ কিছু করার আগেই এলাকা ছেড়ে পালিয়ে আসেন অভিযুক্ত। শেষ পর্যন্ত হাবড়া স্টেশন থেকে ট্রেন ধরে গা ঢাকা দেওয়ার আগেই অভিযুক্তকে গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ।
এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য় ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগণার হাবড়া পুরসভা এলাকার ১১ নম্বর ওয়ার্ডের বাটাপাড়ায়। নিহত গৃহবধূর নাম রীনা ঘোষ (৫৬)। স্ত্রীকে খুনের অভিযোগে রীনাদেবীর স্বামী কানাই ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে খবর, মৃত রীনা ঘোষ কর্মসূত্রে মুম্বাইয়ে থাকতেন। চার বছর আগেই মুম্বাই পাড়ি দিয়েছিলেন তিনি। এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, স্বামী-স্ত্রীর মধ্য়ে দীর্ঘ দিন ধরেই গন্ডগোল চলছিল। এমন কি, মঙ্গলবার রাতে বাড়ি ফেরার আগে স্বামীর সঙ্গে অশান্তির কথা মৌখিক ভাবে থানায় জানিয়েও এসেছিলেন রীনাদেবী।
advertisement
স্থানীয়রা জানাচ্ছেন, মঙ্গলবার রাতে রীনাদেবী ফিরতেই স্বামীর সঙ্গে তাঁর তুমুল অশান্তি শুরু হয়। এর পর অবশ্য় কিছুক্ষণ পর সব শান্ত হয়ে যায়। প্রতিবেশীরাও আর বিষয়টি নিয়ে মাথা ঘামাননি। এর পর এ দিন সকালে মেয়েকে ফোন করে বাড়ি আসার কথা বলেন অভিযুক্ত কানাই ঘোষ। যদিও তখনও স্ত্রীকে খুনের কথা জানাননি তিনি। কিছুক্ষণের মধ্য়েই অবশ্য় প্রতিবেশী এক মহিলার কাছে গিয়ে সবকিছু জানিয়ে এলাকা ছাড়েন অভিযুক্ত।
advertisement
স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রীনাদেবীর দেহ উদ্ধার করে হাবড়া হাসপাতালে পাঠানো হয়। পুলিশের প্রাথমিক অনুমান, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে রীনাদেবীকে খুন করেছে কানাই ঘোষ।  খোঁজ শুরু হয় কানাই ঘোষের। শেষ পর্যন্ত হাবড়া স্টেশন চত্বর থেকে তাকে ধরে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Habra Murder: 'স্ত্রীকে খুন করেছি!' প্রতিবেশীকে জানিয়েই উধাও স্বামী, ট্রেন ধরার আগেই পুলিশের জালে
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement