#মুম্বই: ঘটনাটি ঘটেছে কয়েকদিন আগে। তবে পুলিশের নজরে এসেছে বুধবার। ২৭ বছরের এক যুবক নিজের তিন সন্তানকে আইসক্রিমে ইঁদুর মারার বিষ (Poison in Ice Cream) মিশিয়ে খাইয়েছে বলে অভিযোগ। ঘটনাটি মুম্বইয়ের সাবারবার্ন মানখুর্দ এলাকার। পুলিশ সূত্রে খবর, স্ত্রী নাজিয়া বেগমের সঙ্গে অশান্তি শুরু হয়েছিল আলি নওশাদ আনসারি নামে ওই যুবকের। তার দুই ছেলে ও এক মেয়েকে বাইরে আইসক্রিম খাওয়ানোর নাম করে নিয়ে যায় বাবা।
নাজিয়ার অভিযোগ, স্ত্রীর উপর রাগের জেরেই সন্তানদের উপর প্রতিশোধ তোলে স্বামী। তিন সন্তানকেই ইঁদুর মারার বিষ মিশিয়ে আইলক্রিম খেতে দিয়েছিল বাবা। ঘটনার জেরে ৬ বছরের আলিশান নামের ছেলেটি মারা গিয়েছে। বাকি দুই ভাইবোন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে গত ২৫ জুন। তবে মুম্বইয়ের সাবারবার্ন মানখুর্দ এলাকার সরকারি হাসপাতালে আলিশানের মৃত্যুর পর হাসপাতালই পুলিশকে খবর দেয়।
আনসারির বিরুদ্ধে খুন ও খুনের চেষ্টার মামলা দায়ের করেছে পুলিশ। মানখুর্দের সাথেনগরে একজন দিনমজুরের কাজ করে অভিযুক্ত। যদিও পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই ফেরার অভিযুক্ত। নাজিয়া পুলিশকে জানিয়েছে, টাকা নিয়ে মাঝে মধ্যেই স্বামীর সঙ্গে প্রবল ঝামেলা হত। গত ২৫ জুন ঝগড়ার পর নিজের দিদির বাড়ি গিয়েছিলেন তিনি। সেই সুযোগেই সন্তানদের মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল আনসারি। বাইরে নিয়ে গিয়ে তাদের বিষ আইসক্রিম কিনে দেয় সে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।