Crime News: মহারাষ্ট্রের হাড়হিম হত্যাকাণ্ডের ছায়া! এবার প্রেমিকাকে খুন করে ট্যাঙ্কে ভরে রাখল প্রেমিক, তারপর...
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
৩০ মে মৃত কেসরের পরিবারের তরফ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়।
প্রয়াগরাজ: নিজের লিভ ইন পার্টনারকে খুন করে ৩৫ টুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছিল আফতাব পুনেওয়ালা৷ মুম্বইয়ের মীরা রোডে নিজের লিভ ইন পার্টনারকে খুন করে তাঁর শরীর টুকরো টুকরো করে করাত দিয়ে কেটে, সেই টুকরো প্রেশার কুকারে সেদ্ধ করে রাস্তার কুকুরদের খাওয়ায় মনোজ সাহানি৷ এবার প্রেমিকাকে খুন করে তার মৃতদেহ নির্মাণাধীন বাড়ির ট্যাঙ্কে লুকিয়ে রাখল এক ব্যক্তি। শুক্রবার মৃত রাজ কেসরের (৩৫) দেহ উদ্ধার করা হয়েছে অভিযুক্ত অরবিন্দের বাড়ি থেকে। যমুনাপার করছনা থানা এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্টেশন হাউস অফিসার (এসএইচও) বিশ্বজিৎ সিং জানিয়েছেন, অরবিন্দ প্রায় ১৫ দিন আগে কেসারকে হত্যা করে এবং তার দেহ তার বাড়ির একটি ট্যাঙ্কে লুকিয়ে রাখে। ৩০ মে কেশরের পরিবার নিখোঁজ ডায়েরি করে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
advertisement
মুম্বইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। গত ৩ বছর ধরে গীতানগর ফেজ ৭-এ গীতা আকাশদীপ বিল্ডিংয়ের জে উইং-এর ৭০৪ নম্বর ফ্ল্যাটে বছর ছত্রিশের সরস্বতী বৈদ্যের সঙ্গে লিভ-ইন করছিলেন ছাপ্পান্ন বছরের মনোজ সাহানি। মনোজ কয়েকদিন ধরেই সন্দেহ করছিলেন সরস্বতীর সঙ্গে অন্য কোনও পুরুষের সম্পর্ক রয়েছে৷ এ নিয়ে দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হত৷ যেই ঝগড়া চরমে পৌঁছয় গত রবিবার৷
advertisement
পুলিশের ধারণা, গত রবিবার লিভ ইন পার্টনার সরস্বতীকে খুন করে মনোজ৷ তারপর করাত দিয়ে প্রেমিকার দেহ টুকরো টুকরো করে কাটে৷ অভিযোগ, তার পরে সরস্বতীর দেহাংশ প্রেশার কুকারে সেদ্ধ করে পাড়ার কুকুরদের খাইয়ে দেয় সে৷পুলিশ জানিয়েছে, সম্প্রতি গত কয়েকদিন ধরে মনোজকে পাড়ার কুকুরদের খাওয়াতে দেখেছিলেন তাঁর পাড়ার লোকজন৷ সেই কথা শুনেই পুলিশের সন্দেহ গাঢ় হয়৷ তারপরে জিজ্ঞাসাবাদ করতেই বেরয় আসল সত্য৷ অভিযুক্তের ফ্ল্যাট থেকে নিহত মহিলার শুধু একটি পা উদ্ধার করেছে পুলিশ৷ উদ্ধার হয়েছে লাশ কাটার করাতও৷
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 10, 2023 10:49 AM IST