#বসিরহাট: ভারত বাংলাদেশের মধ্যে চোরা পথে মানুষ পাচার চক্রের সঙ্গে যুক্ত সেই অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ l ধৃত রাজেন্দ্র সাহা ওরফে সমু বি জে পি র বসিরহাট সাংগঠনিক জেলার সম্পাদক বলে জানা গিয়েছেl তাঁর বাড়ি হাড়োয়ার গোপালপুর গ্রামে। গোপন সূত্রে খবর পেয়ে গোপালনগর থানার পুলিশ শনিবার রাতে গোপালনগরের নহাটা মোড় এলাকা থেকে রাজেন্দ্র সাহাকে গ্রেফতার করে l ধৃতকে রবিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হবে l
প্রসঙ্গত গত বৃহস্পতিবার হাড়োয়া থানা গোপালপুর গ্রাম পঞ্চায়েতের মুন্সি ঘেরি ছয়ানি বাজার সংলগ্ন এলাকায় এক আদিবাসী মহিলাকে গণধর্ষণের অভিযোগ ওঠে এলাকার বেশকিছু তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। সেই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। তার পরে রাজেন্দ্র সাহা ওরফে সোমুকে গ্রেফতার তাৎপর্য পূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল l