advertisement

দোকানের আড়ালে চলত জঙ্গি কার্যকলাপ, সিরিয়াতে যেত টাকা! চমকে দিচ্ছে ধৃত আব্দুল রাকিব

Last Updated:

যুবকদের মগজধোলাই করে স্লিপার সেল তৈরির প্রয়াসও ছিল।

আবদুল রাকিব কুরেশি
আবদুল রাকিব কুরেশি
#কলকাতা: এসটিএফের হাতে ধৃত জঙ্গি আব্দুল রাকিব কুরেশি সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য। মধ্যপ্রদেশ থেকে ধৃত জঙ্গি আব্দুল রাকিব কুরেশির একটি দোকান রয়েছে নিজের। দোকানের আড়ালেই রাকিব জঙ্গি কার্য কলাপ চালাত। অন্যদিকে, এসটিএফ সূত্রে খবর, ধৃত জঙ্গি সাদ্দাম সিরিয়াতে টেরর ফান্ডে টাকা পাঠানোর চেষ্টা করছিল। সেই জন্য অর্থ জোগাড় করার চেষ্টায় ছিল সাদ্দাম।
মধ্যপ্রদেশ থেকে ধৃত আব্দুল রাকিব কুরেশির  ২৩ জানুয়ারি পর্যন্ত  এসটিএফ হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাংকশাল আদালত। এদিন ব্যাংকশাল আদালতে পেশ করা হয় তাকে। সরকারি আইনজীবীর দাবি, আব্দুলের বিরুদ্ধে অভিযোগ জঙ্গিদের ফিনান্স করত, সংগঠনের প্ল্যানিং করত,  টেররিস্টদের লজিস্টিক সাপোর্ট দিত। এমনকী অস্ত্র থেকে শুরু করে, মোবাইল, চিপ, মানি ব্যাগ, টাকা, পেন ড্রাইভ, জেহাদি বই পাওয়া গিয়েছে। তাতে সে যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে  দেশদ্রোহী কার্যকলাপে লিপ্ত ছিল তার প্রমাণ মিলেছে।
advertisement
আরও পড়ুন: মাঝ আকাশে বিমানে প্রস্রাবের পর এবার টার্মিনালে, দিল্লি বিমানবন্দরে মারাত্মক কাণ্ড!
সন্ত্রাসবাদী হামলারও ছক ছিল তার। গোটা দেশে এই জঙ্গিদের জাল ছড়িয়ে গিয়েছে। দেশের নিরাপত্তার জন্যই এর হেফাজতের প্রয়োজন। কুরেশির নোটবুকে থেকে জেহাদি চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার প্রমাণও মিলেছে। যুবকদের মগজধোলাই করে নিয়ে স্লিপার সেল চালানোর প্রয়াস ছিল রাকিবের। সাদ্দামকে জেরা করে আব্দুল রাকিব কুরেশি নাম পাওয়া যায়। ১৩ তারিখ পর্যন্ত ট্রানজিট রিমান্ডে পাওয়াতে কলকাতায় নিয়ে আসা হয়েছে রাকিবকে। তাকে জেরার প্রয়োজন রয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: অবশেষে সামনে এল ছবি, আদিল খানকে বিয়ে করার দাবি রাখি সাওয়ান্তের!
পাশাপাশি হাওড়া থেকে ধৃত সাদ্দাম, সৈয়দদের থেকে  হামলা করার পরিকল্পনার নমুনা পাওয়া গিয়েছে। খিদিরপুরের বৈঠকে আসার সময় এসটিএফ সাদ্দাম  ও সৈয়দকে গ্রেফতার করে। এই ঘটনায় সাক্ষীর ১৬৪ ধারায় গোপন জবানবন্দী আবেদন করা হয়। সেই আবেদন মঞ্জুর করেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক। এই আইএস জঙ্গি সংগঠনে আরও বড় মাথা জড়িত বলে দাবি এসটিএফের গোয়েন্দাদের।
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
দোকানের আড়ালে চলত জঙ্গি কার্যকলাপ, সিরিয়াতে যেত টাকা! চমকে দিচ্ছে ধৃত আব্দুল রাকিব
Next Article
advertisement
West Bengal Weather Update: আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা
আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা
  • আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে

  • উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা

  • ঘন কুয়াশায় সকালের দিকে দৃশ্যমানতা কম থাকবে উত্তরবঙ্গে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement