Debanjan Deb: মেধাবী ছাত্র ছিলেন দেবাঞ্জন, ফটোগ্রাফি ছিল প্যাশন, ছাত্রের কীর্তিতে মর্মাহত শিক্ষক...

Last Updated:

Debanjan Deb as a student: শিক্ষকের দাবি, ২০১৬-র পর থেকে তাঁর আর যোগাযোগ হয়নি ছাত্র দেবাঞ্জনের সঙ্গে। সেই ছাত্রের কীর্তিকলাপ জানতে পেরে এখন বিস্মিত। মর্মাহত রঞ্জিত মল্লিক।

কলকাতা: ছাত্র হিসেবে মেধাবী ছিলেন দেবাঞ্জন। সকলের সঙ্গেই মিশে যেতে পারতেন। জানিয়েছেন দেবাঞ্জনের জু’লজির শিক্ষক রঞ্জিত মল্লিক। শিক্ষকের একটি যাত্রাদল রয়েছে। অভিযোগ, সেই যাত্রাদলের দু’জনের সঙ্গেও প্রতারণা করেন দেবাঞ্জন।
দেবাঞ্জনের শিক্ষক রঞ্জিত মল্লিক জানিয়েছেন, ‘‘ও যে জিনিসটা করেছে। এত লোককে ভুয়ো ভ্যাকসিন দিয়েছে। তাতে আমি মর্মাহত। এই জিনিসটা না করলেই পারত ৷ ’’
ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পাণ্ডা। ভুয়ো আইএএস। দেবাঞ্জন দেবের কীর্তিকলাপ জানতে পেরে মর্মাহত তার গৃহশিক্ষক, জু’লজির অধ্যাপক রঞ্জিত মল্লিক। সোনারপুরের অ্যান্ড্রুজ কলেজের প্রাক্তন অধ্যাপক রঞ্জিত মল্লিক। দেবাঞ্জন পড়তেন চারুচন্দ্র কলেজে ৷ ২০১২ এবং ২০১৩, এই দুই বছর অধ্যাপক রঞ্জিত মল্লিকের কাছে টিউশন নেন দেবাঞ্জন ৷
advertisement
advertisement
শিক্ষকের নিজস্ব রেজিস্ট্রেশন খাতায় আজও নাম রয়েছে এই কীর্তিমান ছাত্রের। দেবাঞ্জনের শিক্ষক রঞ্জিত মল্লিক আরও জানান, ‘‘পড়াশুনো ও ভালো করত। খুব হাসিখুশি ছেলে ছিল। সকলের সঙ্গে মেলামেশা করে ঘোরাফেরা করা এই ব্যাপারটা খুব ভালো ছিল। পাশাপাশি ফটোগ্রাফি ওর প্যাশন ছিল ৷’’
রঞ্জিতবাবুর শিক্ষকতার পাশাপাশি তাঁর একটি যাত্রার দল রয়েছে। সেখানে দেবাঞ্জন একবার একটি সিনেমার স্ক্রিপ্ট নিয়ে আসে। শিক্ষকের বাড়ির পাশের রাস্তায় দেবাঞ্জন শুটিং পর্যন্ত করেছিল বলে জানিয়েছেন তার শিক্ষক ৷
advertisement
শিক্ষকের দাবি, ২০১৬-র পর থেকে তাঁর আর যোগাযোগ হয়নি ছাত্র দেবাঞ্জনের সঙ্গে। সেই ছাত্রের কীর্তিকলাপ জানতে পেরে এখন বিস্মিত। মর্মাহত রঞ্জিত মল্লিক।
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Debanjan Deb: মেধাবী ছাত্র ছিলেন দেবাঞ্জন, ফটোগ্রাফি ছিল প্যাশন, ছাত্রের কীর্তিতে মর্মাহত শিক্ষক...
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement