Kolkata Airport: বিমানবন্দরে ২ লক্ষ টাকা চুরি করে হাতেনাতে ধৃত ৩ !
- Reported by:ANUP CHAKRABORTY
- hyperlocal
Last Updated:
বিমানবন্দরে ২ লক্ষ টাকা চুরি করে হাতেনাতে ধৃত দুই লোডার-সহ এক ৷
অনুপ চক্রবর্তী, কলকাতা: কলকাতা বিমানবন্দরে ২ লক্ষ টাকা চুরি করে হাতেনাতে ধরা পড়ল এক বেসরকারি বিমান সংস্থার দুই লোডার। পাশাপাশি আরও একজনকে গ্রেফতার করা হয়েছে ৷ অভিযোগ, এরা কলকাতা বিমানবন্দরে যাত্রীদের লোডিং এরিয়া থেকে এই টাকা চুরি করেছে।
পুলিশ সূত্রের খবর, সোমবার কলকাতা বিমানবন্দরে ২ লক্ষ টাকা চুরির অভিযোগে গ্রেফতার হয় এক বেসরকারি বিমান সংস্থার দু’জন লোডার। মূল অভিযুক্ত অরুণজ্যোতি দাসের কাছ থেকেই পাওয়া গিয়েছে ৫০০ টাকার নোটের চারটি বান্ডিল। অপর অভিযুক্ত মহম্মদবাবুও ছিল তার সঙ্গে।
advertisement
advertisement
অভিযোগ অরুণজ্যোতি দাস এক বিমান যাত্রীর ব্যাগ থেকে ওই টাকা নিয়েছে। সন্দেহ হওয়ায়, কর্মরত সিআইএসএফ কর্মীরা আটকায় তাকে এবং পরে এনএসসিবিআই থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে অরুণজ্যোতি টাকা চুরি করার কথা স্বীকার করেছে। তবে সেই যাত্রীর সঙ্গে এখনো যোগাযোগ করা যায়নি। ধৃতদের মঙ্গলবার ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। এর আগেও একাধিক চুরির ঘটনা ঘটেছে বিমানবন্দরে ৷ সেই চুরির ঘটনাগুলোর কিনারা করতে পেরেছে পুলিশ।
view commentsLocation :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
June 06, 2023 7:09 PM IST