উত্তরপ্রদেশ জুড়ে পুলিশের ‘অপারেশন ক্লিন’, একের পর এক এনকাউন্টারে মুছে দেওয়া হচ্ছে দুঁদে আসামীদের

Last Updated:

এক ডজন এনকাউন্টারে মৃত ১০, আহত ১৫ কুখ্যাত দুষ্কৃতী

#কানপুর: কানপুরের চৌবেপুর এক সিও সমেত আট পুলিশকর্মী হত্যার পর পুলিশ একেবারে কোমর বেঁধে লেগেছে ৷ গত দশদিনে প্রবলভাবে এনকাউন্টারের পর এনকাউন্টার হয়ে যাচ্ছে ৷ এই অপারেশনের নাম ‘অপারেশন ক্লিন’৷ প্রায় একডজন অপারেশন হয়েছে এরমধ্যে ৷ এরমধ্যে  হিস্ট্রি শিটার বিকাশ দুবে সহ ১০ জন মারা গিয়েছে আর ১৫ জন অত্যন্ত আহত হয়েছে ৷
২ও ৩ জুলাইয়ের রাতে আট পুলিশ কর্মী শহিদ হন ৷ এরপর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় অত্যন্ত অখুশি হয়েছিলেন ৷ আর মুখ্যমন্ত্রীর অখুশি হওয়ার পরেই পুলিশ একেবারে উঠে পড়ে লাগে ৷ বিকাশ দুবে সমেত তার গ্যাংয়ের প্রেম প্রকাশ পান্ডে, অতুল দুবে, অমর দুবে, প্রভাত মিশ্র, প্রবীণ মারা যায় ৷ এছাড়া ভাদোহিতে কুখ্যাত অপরাধী দীপক গুপ্তা, আলিগড়ের দুষ্কৃতী বাবলু, বহরাইচে গোরক্ষপুর নিবাসী পন্না যাদব এনকাউন্টারে মারা গিয়েছে ৷ এই পন্না যাদবের নামে ৫০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল ৷
advertisement
উত্তরপ্রদেশের এডিজি প্রশান্ত কুমার জানিয়ে দিয়েছেন যেকোনও অপরাধীই হোক কোনও রকমের ছাড় দেওয়া হবে না৷ সমস্ত ছোট বড় অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গিয়েছে ৷ তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন কাউকে কোনও ছাড় দেওয়া হবে না ৷  সমস্ত জেলার থানার অধিকর্তাদের সেই এলাকার কুখ্যাত ১০ অপরাধীর তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ কানপুর কাণ্ডের পর যোগী আদিত্যনাথ অত্যন্ত রুষ্ট হয়েছিলেন ৷ আর মুখ্যমন্ত্রীকে খুশি করতে তৎপর পুলিশ ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
উত্তরপ্রদেশ জুড়ে পুলিশের ‘অপারেশন ক্লিন’, একের পর এক এনকাউন্টারে মুছে দেওয়া হচ্ছে দুঁদে আসামীদের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement