Red Corner notice against two gangsters: এবার ভারতীয় দুই কুখ্যাত গ্যাংস্টারের বিরুদ্ধে রেড নোটিস জারি ইন্টারপোলের !

Last Updated:

Interpol has issued Red Corner notices against two gangsters: দুই কুখ্যাত গ্যাংস্টার কপিল সাংওয়ান এবং বিক্রমজিৎ সিং-এর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল ইন্টারপোল।

ভারতীয় দুই কুখ্যাত গ্যাংস্টারের বিরুদ্ধে রেড নোটিস জারি ইন্টারপোলের Photo Courtesy: ANI
ভারতীয় দুই কুখ্যাত গ্যাংস্টারের বিরুদ্ধে রেড নোটিস জারি ইন্টারপোলের Photo Courtesy: ANI
সৌরভ তিওয়ারি, কলকাতা: এবার ভারতীয় দুই কুখ্যাত গ্যাংস্টারের বিরুদ্ধে রেড নোটিস জারি ইন্টারপোলের।
দুই কুখ্যাত গ্যাংস্টার কপিল সাংওয়ান এবং বিক্রমজিৎ সিং-এর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল ইন্টারপোল। দেশের একাধিক খুনের মামলার সঙ্গে জড়িত মূল অভিযুক্ত হিসেবে এই দুই গ্যাংস্টার দীর্ঘ দিন ধরে দেশ এবং বিদেশের বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে রয়েছে। এবার তাদের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল ইন্টারপোল।
ইন্টারপোল যথাক্রমে সংযুক্ত আরব আমিরশাহি (UAE) এবং ব্রিটেনে থাকা দুই গ্যাংস্টার বিক্রমজিৎ সিং এবং কপিল সাংওয়ানের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করেছে। উভয় গ্যাংস্টার সম্পর্কে ইন্টারপোল তাদের ওয়েবসাইটে বিষয়টি আপডেটও করেছে ইতিমধ্যেই। বিক্রমজিৎ সিং ওরফে বিক্রম ব্রার দুবাইয়ে লুকিয়ে আছেন বলে সন্দেহ করা হচ্ছে পুলিশ এবং ইন্টারপোলের পক্ষ থেকে। পাশাপাশি তিনি লরেন্সের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী বলেই গোয়েন্দা সূত্রে খবর।
advertisement
advertisement
advertisement
কপিল সাংওয়ান দিল্লি এনসিআরে নিজের গ্যাং চালান। তিনি লরেন্সের  গ্যাংয়ের সঙ্গেও ঘনিষ্ঠভাবে জড়িত। দুই গ্যাংস্টার এই নেটওয়ার্ক চালাচ্ছে বলে গোয়েন্দা সুত্রে খবর। ২০২১ সালের জুনে, দিল্লি পুলিশ CBI ইন্টারপোল শাখাকে গ্যাংস্টার কপিল সাংওয়ান ওরফে নান্দুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস (RCN) জারি করার অনুরোধ করেছিল বলেই সিবিআই এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে।
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Red Corner notice against two gangsters: এবার ভারতীয় দুই কুখ্যাত গ্যাংস্টারের বিরুদ্ধে রেড নোটিস জারি ইন্টারপোলের !
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement