এবার মাংসের লোভে গর্ভবতী বুনো মহিষকে নির্মম হত্যা! থেঁতলে নষ্ট করা হল ভ্রুণটিও
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
গর্ভবতী হাতি খুনের পর উত্তাল হয়েছিল দেশ৷ কিন্তু তারপরও কি হুঁশ ফিরল? ফের গর্ভবতী মহিষের হত্যায় সেই প্রশ্নই উঠছে৷
#তিরুঅনন্তপুরম: আবার বন্যপ্রাণীর নির্মম খুনের খবর চলে এল শিরোনামে৷ গর্ভবতী হাতির পর এবার গর্ভবতী মহিষকে হত্যা করা হল এবং তার ভ্রুণকেও পিষে মেরে ফেলা হল৷ এতটাই পৈশাচিক অত্যাচার চলল করলের মল্লপুরম জেলার পুকটুপদ্দম গ্রামের পুঞ্চার জঙ্গলে৷ চোরাশিকারিদের ছোবল থেকে বাঁচতে পারল না সন্তানসম্ভবা মহিষ৷ তার সঙ্গে গর্ভে বেড়ে ওঠা সন্তানেরও হত্যালীলা চলাল একদল চোরাশিকারী৷ প্রথমে মহিষকে কাটা হয় তার মাংসের জন্য, তারপর থেঁতলে দেওয়া হয় গর্ভে থাকা ভ্রুণটিকেও!
জঙ্গলে চোরাশিরাকীদের যাতায়াত বেড়েছে৷ খবর যায় কেরলের বনবিভাগের কাছে৷ সেই মোতাবেক ১০ অগাস্ট জঙ্গল পরিদর্শনে যান আধিকারিকরা৷ এই অভিযানে মহিষ হত্যার ঘটনা সামনে আসে৷ ৬ ব্যক্তি এই বন্য মহিষকে খুন করে, তার হাড়, দেহ সহ শিকারের কিছু অস্ত্র জঙ্গলে ছেড়ে চলে যায়৷ জঙ্গলের ভিতর থেকে সেগুলি উদ্ধার হয়৷ মহিষের মরদেহ দেখে বনবিভাগের আধিকারিকরা বুঝতে পারেন যে মৃত্যুর সময় মহিষটি গর্ভবতী ছিল৷
advertisement
advertisement
মূল অভিযুক্ত আবু গুলি করে মারে বন্যপশুটিকে৷ তার বাড়ি থেকেই ২৫ কেজি মহিষের মাংস উদ্ধার করেছে বনদফতর৷ আবু সহ আরও ৫ অভিযুক্তকে গ্রেফতার করা হয়৷ বুধবার আদালতে তোলা হয় তাদের৷ তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী হত্যা সহ আরও অভিযোগ রয়েছে৷ এরা ছাড়াও আর কেউ এই হত্যার পিছনে রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে৷
advertisement
এই ঘটনার ঠিক দু’মাস আগে গর্ভবতী হাতিকে আনারসের মধ্যে বাজি খাইয়ে মেরে ফেলা হয়েছিল৷ সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল দেশ৷ ফের এই ঘটনা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল বন্যপ্রাণের প্রতি মানুষের ব্যবহার কিছুই বদলায়নি৷
view commentsLocation :
First Published :
August 20, 2020 4:39 PM IST