

▪️গর্ভবতী স্ত্রী হয়েছেন গণধর্ষণের শিকার৷ তাই তাঁকে আর ঘরে তুলে নিতে চাইলেন না স্বামী৷ সামাজিক লজ্জার কারণে খুনই করে দিলেন নির্যাতিতাকে৷ একই সঙ্গে নিজেও হলেন আত্মঘাতী৷ শুধু রেখে গেলেন একটি সুইসাইড নোট...


▪️সন্তানসম্ভবা স্ত্রীকে ধর্ষণ করেছে ২ নাবালক৷ তাদের নাম, পরিচয় লিখে রেখে গিয়েছেন নির্যাতিতার স্বামী৷ কারণ তিনি চেয়েছেন অপরাধীদের উচিৎ শিক্ষা৷


▪️হিসাররে শ্রমিক, ওই ব্যক্তির অনেক আশা ছিল সন্তান জন্ম নিয়ে৷ তবে সন্তান পৃথিবীর আলো দেখার আগেই সব শেষ! ১৫ অগাস্ট ধর্ষিতা স্ত্রীকে খুন করে নিজেও গলায় দরি দিয়ে আত্মহত্যা করেন ওই ব্যক্তি৷ ঘটনা হিসারের৷


▪️সুইসাইড নোটে তিনি লিখে গিয়েছেন, ১৫ অগাস্ট গ্রামের বাইরে যান তিনি৷ রাতে ফিরে আসতেই স্ত্রী কান্নাকাটি করেন৷ জানান যে ২ নাবালক তাকে ধর্ষণ করেছে৷ পুলিশে অভিযোগ জানানোর কথা বলা হলে নির্যাতিতা নিজে জানান যে তিনি আর বাঁচতে চান না৷


▪️স্ত্রীর জীবন শেষ করে দিতেন বলেন স্বামীকে৷ তখনই দু’জনে ঠিক করে ফেলেন যে স্ত্রীকে মেরে আত্মঘাতী হবেন স্বামী৷ তবে এক্ষেত্রে দুটি নয়, ৩টি প্রাণ শেষ হয়ে গেল৷